ভাইরাল হওয়া ছবিটি ব্রাজিলের

০৯ এপ্রিল ২০২১, ০৭:১৮ PM

© সংগৃহীত

রোগ নিরাময়ের পন্থা হিসেবে ব্রাজিলের এক সেবিকার তৈরি কৃত্রিম ‘হিউম্যান টাচ’। এরই মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়া জুড়ে। কী করেছেন ওই সেবিকা?

ব্রাজিলের হাসপাতালে করেনা আক্রান্তদের প্রত্যেকের হাতে দিয়েছেন দু’টি করে কৃত্রিম উষ্ণ হাতের তালু। যেন দু’হাতে তাঁদের হাতটিকে ধরে রেখেছে কেউ। এর জন্য অবশ্য বেশি কিছু লাগেনি। স্রেফ একজোড়া রাবারের গ্লাভস আর কুসুম কুসুম গরম পানি।

গ্লাভসে ওই পানি ভরেই তা হাতের মতো বানিয়ে জড়িয়ে দেওয়া হয়েছে রোগীর আঙুলের ফাঁকে। যা দেখে তাজ্জব বনে গেছে পুরো বিশ্ব। ব্রাজিলের ওই সেবিকার উপস্থিত বুদ্ধি আর তার প্রয়োগের প্রশংসাও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কৃত্রিম স্পর্শসুখ! হাতে হাত ছোঁয়ানোর উষ্ণতা কি সত্যিই কৃত্রিমভাবে দেওয়া সম্ভব? ব্রাজিলের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই কৃত্রিম স্পর্শের ছবিকে নেট দুনিয়ায় শেয়ার করে এক সাংবাদিক লিখেছেন, ‘ঈশ্বরের হাত। দেখুন এক সেবিকা কী ভাবে তাঁর রোগীকে ভাল রাখার চেষ্টা করছেন। ব্রাজিলের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে’।

ওই সেবিকার প্রচেষ্টার প্রশংসা হয়েছে নেট দুনিয়াও। সেবিকাকে তাঁর উপস্থিত বুদ্ধির জন্য অভিনন্দন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকার

নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি ২০২৬