ক্রিকবাজের প্রতিবেদন

আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল

২৬ জানুয়ারি ২০২৬, ০১:০২ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। তাদের জায়গায় আসরে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। যদিও সিদ্ধান্তের আগে বাংলাদেশকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল বিশ্ব ক্রিকেট সংস্থা। শেষ পর্যন্ত গত ২১ জানুয়ারির চূড়ান্ত বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেয় আইসিসি। সেই বৈঠকে আবেগ সামলাতে না পেরে মেজাজ হারান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এ নিয়ে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকেরা উপস্থিত ছিলেন। আইসিসির পক্ষে প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত স্পষ্ট করে জানান, বাংলাদেশ ভারতে খেলতে রাজি না হলে তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে। এই সিদ্ধান্তে আপত্তি জানান বিসিবি সভাপতি বুলবুল এবং একপর্যায়ে মেজাজ হারিয়ে উচ্চস্বরে প্রতিবাদ করেন। তার এই প্রতিক্রিয়া আইসিসি ভালোভাবে নেয়নি।
পরে সংযোগ গুপ্ত বিসিবিকে সরকারের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন এবং নতুন করে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকার ও বিসিবি বৈঠকে বসে আগের অবস্থানেই অনড় থাকার সিদ্ধান্ত নেয়, ভারতে তারা কোনো ম্যাচ খেলবে না।

এদিকে বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর গত শনিবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় আইসিসি। বিশ্ব ক্রিকেট সংস্থার ভাষ্য, বিসিবির উত্থাপিত নিরাপত্তা উদ্বেগের বিষয়টি তারা বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। সেই পর্যালোচনায় ভারতে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ তারা পায়নি বলে দাবি করেছে আইসিসি।

বিবৃতিতে আইসিসি জানিয়েছিল, ‘ভারতে নির্ধারিত ম্যাচগুলো আয়োজনের বিষয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে আইসিসির একটি দীর্ঘ প্রক্রিয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক উপায়ে ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠকের মাধ্যমে একাধিকবার আলোচনা চালিয়েছে।’

বাংলাদেশকে বারবার নিরাপত্তার নিশ্চয়তার কথায় আইসিসি জানায়, ‘এই প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসি বিসিবির উল্লেখিত উদ্বেগগুলো পর্যালোচনা করেছে এবং অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের কাছ থেকে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন গ্রহণ ও বিবেচনা করেছে। এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের ব্যবস্থা এবং ইভেন্টের জন্য উন্নত নিরাপত্তা প্রোটোকল সংবলিত বিস্তারিত নিরাপত্তা ও অপারেশনাল পরিকল্পনা শেয়ার করেছে। আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডের আলোচনা চলাকালীনসহ বিভিন্ন পর্যায়ে এই নিশ্চয়তাগুলো বারবার প্রদান করা হয়েছিল।’

আইসিসি আরও জানায়, ‘আইসিসির মূল্যায়ন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই ফলাফলগুলোর  আলোকে ও সামগ্রিক প্রভাবগুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর আইসিসি নির্ধারণ করেছে যে, প্রকাশিত ইভেন্ট সূচি সংশোধন করা সমীচীন নয়। আইসিসি টুর্নামেন্টের সূচির অখণ্ডতা ও পবিত্রতা রক্ষা করা, অংশগ্রহণকারী সব দল ও ভক্তদের স্বার্থ রক্ষা করা এবং আইসিসি ইভেন্টগুলোর নিরপেক্ষতা ও ন্যায্যতা নষ্ট করতে পারে এমন কোনো নজির স্থাপন এড়ানোর গুরুত্বও উল্লেখ করেছে।’

গুঞ্জনের অবসান ঘটিয়ে রেফারি প্রশিক্ষণ কর্মসূচিতে বিসিবি সভা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাসনাতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এক প্রার্থী
  • ২৬ জানুয়ারি ২০২৬
সাজিদ হত্যার ৬ মাস ৯ দিন, বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের বিরুদ্ধে ‘অসৎ প্রভাব বিস্তার’র অভিযোগ বিএনপির, ব্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘ডানপন্থীদের সমালোচনা করা বাম-মধ্যমপন্থীদের অনেকেই নারী হয়র…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইডব্লিউইউ এবং ইউআইইউর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর সই
  • ২৬ জানুয়ারি ২০২৬