করোনায় চিকিৎসকের মৃত্যু

০৯ এপ্রিল ২০২১, ১২:২৯ PM
ডা. মো. ওবাইদুল্লাহ

ডা. মো. ওবাইদুল্লাহ © সংগৃহীত

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজশাহীর ইসলামি ব্যাংক মেডিকেল কলেজে চিকিৎসক অধ্যাপক ডা. মো. ওবাইদুল্লাহ (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসরপ্রাপ্ত নেওয়ার পর তিনি ওই মেডিকেলের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পাল করছিলেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার মৃত্যু হয়। ডা. মো. ওবাইদুল্লাহ’র স্ত্রী ডা. নাজমা খাতুনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ডা. ওবাইদুল্লাহ’র বন্ধু ডা. চিন্ময় কান্তি দাস বলেন, ১২ দিন আগে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) হিসাব অনুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৩৫ জন চিকিৎসক মারা গেছেন। ডা. মো. ওবাইদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব মো. ইহতেসামুল হক চৌধুরী।

নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি ২০২৬