গত কয়েকদিন ধরে হঠাৎ করে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি হওয়ায় নতুন করে শঙ্কা বাড়ছে সবার মাঝে। তাই এই পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজনে আইন প্রয়োগ করে মোবাইল কোড বসিয়ে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘গত ১৫ দিনে অন্তত ২০ লাখ লোক কক্সবাজার, বান্দরবান, রাঙামাটিতে ঘুরেছে। কেউ মাস্ক পরেনি। মাস্ক ছাড়া বিয়েশাদিতে ঘুরে বেড়াচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর হতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এখন কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদের আশঙ্কা রয়েছে।এখন যারা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই তরুণ, আক্রান্তদের অনেককেই আইসিইউতে ভর্তি করা লাগছে।
তিনি বলেন, গত দুই মাসে আমার কাছে কখনোই আইসিইউ বেডের জন্য কোনো অনুরোধ আসে নাই। কিন্তু গত কয়েকদিন ধরে ফোন পাচ্ছি আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না। আগে বৃদ্ধ ও দীর্ঘদিন ধরে রোগে ভোগাদের আইসিইউতে নেয়া লাগত। এখন তরুণ সুস্থরাও আক্রান্ত হচ্ছেন। তাদেরকে আইসিইউতে নেয়া লাগছে।
এদিকে করোনা সংক্রমণ রোধে বর্তমান পরিস্থিতিতে বেশকিছু প্রস্তাবনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর-
তবে এ পরিস্থিতিতে আপাতত লকডাউনের কোন চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় লকডাউন বাস্তবায়ন করে না। এটা সরকারের সব সংস্থা মিলে সিদ্ধান্ত নেবে। আগামীতে দেখব কী সিদ্ধান্ত হয়। আমরা আমাদের কর্মকাণ্ড জোরদার করছি।