সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ

২৬ জানুয়ারি ২০২৬, ০৪:২১ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন এসএম ফরহাদ

সংবাদ সম্মেলনে কথা বলছেন এসএম ফরহাদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। তবে ডাকসু জিএস জিএস এসএম ফরহাদ বলছেন, এখনও কোনো পদত্যাগপত্র হাতে পাননি তিনি।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ডাকসু ভবনে ‘ডাকসুর চার মাস: দায়িত্বগ্রহণ ও জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রতিনিধি সম্মেলন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় এসএম ফরহাদ বলেন, সাধারণত পদত্যাগ সংক্রান্ত কোন ইস্যু আসলে সেটি লিখিত আকারে আমার কাছে আসার কথা। এখন পর্যন্ত আমি কোনটা পাইনি। এর বাইরে অন্য কোন বক্তৃতা, কোন পোস্ট কিংবা কোন ফিডব্যাক আমার কাছে বিবেচনার বিষয় নয় এখন পর্যন্ত।

সর্ব মিত্র চাকমার কর্মকাণ্ডের বৈধতা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মাদকের বিরুদ্ধে এবং অন্যান্য অন্যায়-অবিচারে আমরা স্ট্যান্ড নেই। কিন্তু আমরা বারবার দেখেছি, প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে; বরং বিপরীতভাবে বিরোধিতা করেছে, আমাদের কাজ বাস্তবায়ন করতে দেয় নাই, প্রত্যেকটা কাজে আপনারা দেখেছেন। এমনকি ছোট ছোট সংস্কারের কাজ থেকে শুরু করে বড় বড় প্রকল্প, প্রত্যেকটা কাজে একটা চক্র, একটা বিশেষ গ্রুপ— সেটা শিক্ষকদের এবং কর্মচারীদের, তারা যৌথভাবে এই কাজগুলো যাতে বাস্তবায়ন করতে না পারি, সে চেষ্টা করেছে। সে জায়গায় আমাদের ডাকসুর নির্বাচিত সদস্যরা এবং নির্বাচিত প্রতিনিধি, বারবার আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তারপরেও কাজ জারি রেখেছি।

তিনি আরও বলেন, আমাদের কমন জায়গা ছিল— আমরা এডভোকেসি করি। যেমন মসজিদ সংস্কার; একটা গ্রুপ করতে চায়, তারা এসে করে দিচ্ছে, আমরা এক্সেস পয়েন্ট তৈরি করেছি। অথবা প্রশাসন বাস্তবায়ন করতে চায়, তারা সেটা করে। এর বাইরে আমরা সরাসরি কোন কিছু করি না। কোন সদস্য করতে চাইলে তাকে আমরা বলি— এটা এভাবে না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। কোথাও কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোনো কোনো সদস্য, কোনো প্রতিনিধি যদি তাদের (প্রশাসন) সহযোগিতা না পেয়ে নিজে অ্যাকশনে নেমে যায়, সেটি যদিও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি করে থাকেন, এটা কাম্য না। এভাবে করা উচিত না। সংশ্লিষ্ট প্রশাসনই, সংশ্লিষ্ট অথরিটিই সেগুলো নিশ্চিত করবেন। এর ব্যত্যয় ঘটলে...। প্রত্যেক ব্যক্তির প্রতি আমাদের রিকোয়েস্টটা করা আছে যে আমরা সংশ্লিষ্ট অথরিটি দিয়ে কাজটা করাব।

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫ কাজ ও উদ্যোগ, সংবাদ সম্মেলন করে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তুলা উন্নয়ন বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৪, আবেদন এইচএ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে তিন বিকল্প বিবেচনায় পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘ইসলামের বাক্স ছিনতাই হয়ে যাওয়ায় জোট থেকে বের হয়েছি’
  • ২৬ জানুয়ারি ২০২৬