© পিইসি
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। আর প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ। এরপর এই ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর হার সমানতালে বাড়তে থাকে। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় ছিলেন সব শ্রেণি-পেশার মানুষ।
সরকারের স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত শনিবার (১৩ মার্চ) পর্যন্ত দেশের সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জনের দেহে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫২৭ জন।
ইউরোপভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান ‘দ্যা প্রেস ইমবল্ম ক্যাম্পেইন (পিইসি)’ এর তথ্য অনুযায়ী, মহামারী শুরু হওয়ার পর সারাবিশ্বে থেকে এ পর্যন্ত ৮৭৩ জন সাংবাদিক কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় বাংলাদেশের ৪৪ সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে তাদের এক প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে মারা গেছেন অন্তত দুজন করে সাংবাদিক। যার বেশিরভাগটাই ছিল লাতিন আমেরিকার দেশগুলোতে। মৃত্যুর তালিকায় প্রথম স্থানে আছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটির ১১৯ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভারত ও বাংলাদেশ আছে এই তালিকার চতুর্থ ও ষষ্ঠ স্থানে।
ব্রাজিল ছাড়াও ৬৯টি দেশের তালিকার সেরা ১০টির মধ্যে অন্যগুলো যথাক্রমে- দ্বিতীয় পেরু ১০৯ জন, তৃতীয় মেক্সিকো ৮৮ জন, চতুর্থ ভারত ৫৭ জন, ৫ম ইতালি ৪৯ জন, ৬ষ্ঠ বাংলাদেশে ৪৪ জন, ৭ম আমেরিকা ৪৪ জন, ৮ম ইকুয়েডর ৪২ জন, ৯ম কলিম্বিয়া ৩৭ জন এবং ১০ যুক্তরাজ্য ২৮ জন।