টিকা নেওয়ার সংখ্যায় এগিয়ে পুরুষেরা

১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৩ PM
প্রতীকী

প্রতীকী

করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরুর সাত দিনে সারাদেশে ৯ লাখের বেশি মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী দুই লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় ৪২৬ জনের, যা তুলনামূলক খুবই কম।

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৮৪৮ জন, আর নারী ৫৬ হাজার ৫০৫ জন। তবে রবিবারে টিকা গ্রহীতার সংখ্যা শনিবারের চেয়ে কম। শনিবার (১৩ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন।

অধিদপ্তর জানায়, রবিবার সারা দেশে টিকা গ্রহণকারী এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। এরমধ্যে ঢাকা বিভাগে নিয়েছেন ৪৫ হাজার ৯৪ জন, ময়মনসিংহ বিভাগে সাত হাজার ৩৫৭ জন, খুলনা বিভাগে ১৯ হাজার ৮০২ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ১৯৮ জন, সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ হাজার ৭০৩ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৯৬৫ জন ও রংপুর বিভাগে ১৫ হাজার ২১৮ জন।

অপরদিকে, ঢাকা মহানগরীর ৪৬টি হাসপাতালে রবিবার টিকা নিয়েছেন ২২ হাজার ৯৮২ জন। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি এক হাজার ৩২৪ জন টিকা নিয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে জাতীয়ভাবে করোনার টিকা দেওয়া শুরু হয়। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছে বাংলাদেশ। গত ২৫ জানুয়ারি ৫০ লাখ টিকা আসে দেশে। তার আগে ২১ জানুয়ারি ভারত সরকারের দেওয়া উপহারের ২০ লাখ টিকা আসে।

টিকা আসার পর গত ২৭ জানুয়ারি দেশে প্রাথমিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৬ জনকে টিকা দেওয়া হয়। পরের দিন কুর্মিটোলাসহ রাজধানীর আরও চারটি হাসপাতালে মোট ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়। তাদের সফল পর্যবেক্ষণের পর ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, সাড়ে ৭ শতাংশ উত্তীর্ণ
  • ২৬ জানুয়ারি ২০২৬
ড্রাইভার আবেদ আলীর স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দের আদেশ
  • ২৬ জানুয়ারি ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, স্টল ভাড়া এবার কমছে …
  • ২৬ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
পেট ভরার জন্য নয়, মানুষের মুক্তির জন্য রাজনীতি করি: জামায়াত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
চেক প্রজাতন্ত্র হতে পারে আপনার পছন্দের গন্তব্য
  • ২৬ জানুয়ারি ২০২৬