অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, স্টল ভাড়া এবার কমছে ২৫ শতাংশ

২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ PM
সরকার ও বাংলা একাডেমি

সরকার ও বাংলা একাডেমি © লোগো

সাধারণত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে এক মাস চলে অমর একুশে বইমেলা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কারণে পিছিয়ে যাওয়া ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবার বইমেলার স্টল ভাড়া ২৫% কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

আজ সোমবার (২৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বইমেলার স্টল ভাড়া ২৫% কমানোর নির্দেশনা দিয়েছেন। এই বিষয়ে আজ সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এক ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলা একাডেমি এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে। 

প্রকাশকদের অনুরোধে বই মেলার স্টল ভাড়া কমছে শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করছে যে, এই উদ্যোগের মাধ্যমে এবারের অমর একুশে বইমেলা বরাবরের  মতোই লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।

এদিকে, উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, প্রকাশকদের আবেদনের প্রেক্ষিতে বইমেলার স্টল ভাড়া কমছে এবারের জন‍্য! মেলা শুরু ফেব্রুয়ারি ২০ থেকে।

এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল। পরে ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের (১২ ফেব্রুয়ারির) পর আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ডিসেম্বরে বইমেলা আয়োজন স্থগিত করা হয়।

এ ছাড়া মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিময় ফেব্রুয়ারি মাসেই বইমেলা আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন লেখক, কবি, প্রকাশক ও সাংস্কৃতিক কর্মীরা। এমন পরিস্থিতিতে গত ২ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই ২০২৬ সালের অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের বৈঠক শেষে তখন এ সিদ্ধান্তের কথা জানায় বাংলা একাডেমি।

সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল, গুণ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান শিক্ষায় ভর্তি ও গবেষণার গতি কমেছে: শিক্ষা উপদেষ্টা
  • ২৬ জানুয়ারি ২০২৬