বয়স্কদের শরীরে কাজ করছে না অক্সফোর্ডের ভ্যাকসিন

২৭ জানুয়ারি ২০২১, ১০:১৮ AM
বয়স্কদের শরীরে অক্সফোর্ডের ভ্যাকসিন কাজ করছে না বলে দাবি জার্মান গণমাধ্যমের

বয়স্কদের শরীরে অক্সফোর্ডের ভ্যাকসিন কাজ করছে না বলে দাবি জার্মান গণমাধ্যমের © ডয়েচে ভেলে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে ইউরোপে বিতর্ক তৈরি হয়েছে। জার্মান গণমাধ্যমের রিপোর্ট, ৬৫ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে এ টিকা আট শতাংশ কার্যকর। তবে অ্যাস্ট্রাজেনেকা এই রিপোর্ট নাকচ করে দিয়ে জানিয়েছে, তাদের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। তাদের দাবি, গত নভেম্বরে সব তথ্য দ্য ল্যানসেটে প্রকাশ করেছে তারা।

সেখানে দেখা গেছে, দ্বিতীয় ডোজ নেয়ার পর একশ শতাংশ ক্ষেত্রে বয়স্কদের দেহেও অ্যান্টিবডি তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার দাবি, সংবাদপত্রের রিপোর্ট ভুল। ডিডাব্লিউকে লিখিতভাবে সংস্থার মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্যের ভ্যাকসিন কমিটি এবং জাতীয় মেডিসিন রেগুলেটার বয়স্কদের এই ভ্যাকসিন দেয়ার জন্য অনুমোদন দিয়েছে। খবর ডয়েচে ভেলের।

জার্মানির দুটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৮ শতাংশ। দুটি সংবাদপত্রই জার্মান সরকারের অনামীয় সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। হ্যান্ডলসব্যাট-এর রিপোর্ট বলেছে, বয়স্কদের মধ্যে এ ভ্যাকসিন আট শতাংশ কার্যকর। আর বিল্ডের রিপোর্ট জানাচ্ছে, তা ১০ শতাংশেরও কম কার্যকর।

দুটি সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, জার্মান সরকারের পরিকল্পনা ছিল, যাঁরা সেন্টারে আসতে পারবেন না, তাঁদের বাড়িতে গিয়ে এ ভ্যাকসিন দেয়া। কারণ, এ ভ্যাকসিন নিয়ে যাওয়া ও রাখা সহজ। ফাইজার-বায়োনটেকের মতো মাইনাস ৭০ ডিগ্রিতে রাখতে হয় না। জার্মানির সরকারি কর্মকর্তারা মনে করছেন, ইউরোপের মেডিসিন এজেন্সি (ইএমএ) বয়স্কদের উপর এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি সম্ভবত দেবে না।

এই রিপোর্ট এমন একটা সময়ে এসেছে, যখন অ্যাস্ট্রাজেনেকা ইউরোপে প্রতিশ্রুতি মতো ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না। তারা অনেক কম ভ্যাকসিন দিয়েছে ইউরোপকে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসছেন ইইউ-র হেলথ অ্যান্ড ফুড সেফটির কর্তারা। কবে তারা প্রতিশ্রুতিমতো ভ্যাকসিন দিতে পারবে তা নিয়েই আলোচনা হবে।

গত মাসে অ্যাস্ট্রাজেনেকা তাদের ভ্যাকসিন ইউরোপে চালুর অনুমোদন চেয়েছিল। জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আগামী সপ্তাহে সম্ভবত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইএমএ।

মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন: রি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-১ আসন: বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন…
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ
  • ০৩ জানুয়ারি ২০২৬
একদিনে দুই পরীক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবকরা
  • ০৩ জানুয়ারি ২০২৬
বাকৃবি কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা
  • ০৩ জানুয়ারি ২০২৬
জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ দেবে পেট্রোম্যাক্স এলপিজি, কর্মস…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!