ঢাকা মেডিকেলে প্রথম টিকা নিচ্ছেন ডা. ফরহাদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ১২:৫৮ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২১, ১২:৫৮ PM
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এখানে সর্বপ্রথম টিকা নিচ্ছেন ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী নামের এক চিকিৎসক। হাসপাতালটিতে মেডিসিন অ্যান্ড ইনফেকশন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন তিনি।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) তিনি গণমাধ্যমকে জানান, আগামী বৃহস্পতিবার টিকা কার্যক্রমের উদ্বোধন হবে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আমিই ঢাকা মেডিকেলে সবার আগে টিকা নিচ্ছি।
ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার হিসেবে কর্মরত। একই সঙ্গে ঢামেকের মেডিসিন অ্যান্ড ইনফেকশন রোগ বিশেষজ্ঞ হিসেবেও সেবা দিচ্ছেন। তিনি সিলেট মেডিকেল কলেজের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার করোনা টিকা কার্যক্রম শুরুর সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে টিকা দেয়া শুরু হবে।
প্রথমে চিকিংসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে। এছাড়াও হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসারদের দেয়া হবে ধারাবাহিকভাবে। হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে টিকা দেয়ার স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।