দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাইসহ পরিবারের ৬ সদস্যের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
রোববার (১৭ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এ তথ্য পায় স্বাস্থ্য বিভাগ। এরপরই রাত সাড়ে ১২টায় সাইফুল আলম মাসুদের পরিবারের বসবাস করা সুগন্ধা আবাসিকের ভবনটি লকডাউন করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ল্যাবে সর্বমোট ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে সর্বমোট ৩৪ জনের ফলাফল পজিটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৩১ জন ও উপজেলার দুজন রয়েছে। নগরের এই ৩১ জনের মধ্যে সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৬ বাসিন্দার করোনা রিপোর্টও পজিটিভ আসে।
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ৫ ভাই ছাড়া তাদের পরিবারে করোনা পজিটিভ অন্যজন হলেন এক ভাইয়ের স্ত্রী। তবে সাইফুল আলম মাসুদ বাংলাদেশে করোনা সংক্রমণের শুরু থেকেই সিঙ্গাপুরে অবস্থান করায় তিনি নিরাপদে আছেন বলে পারিবারিক সূত্র জানায়।
মেডিক্যালের ল্যাবের পরীক্ষায় সাইফুল আলম মাসুদের যে পাঁচ ভাই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তারা হলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ৬২ বছর বয়সী মোরশেদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক ৬০ বছর বয়সী রাশেদুল আলম, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ৫৩ বছর বয়সী আবদুস সামাদ লাবু, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং এস আলম গ্রুপের পরিচালক ৪৫ বছর বয়সী ওসমান গণি।
এ ছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ওই পরিবারের ৩৬ বছর বয়সী এক নারীও। করোনা উপসর্গ থাকায় গত ১৬ মে এস আলম পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। ১৭ মে সেই নমুনা পরীক্ষায় পরিবারের এই সদস্যদের ফলাফল পজিটিভ আসে। তবে কিভাবে তাঁরা আক্রান্ত হলেন সেটা জানা যায়নি।