তিন ঘন্টা হাসপাতাল ঘুরে ছেলের মৃত্যু, শুনে মারা গেলেন বাবা

১১ মে ২০২০, ০৪:০০ PM

© সংগৃহীত

করোনার উপসর্গ নিয়ে ছেলের মৃত্যু হয়েছে, এমন কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন বাবাও। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটেছে। ছেলের মৃত্যুর এক ঘণ্টা পর তার বাবাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রথমে ছেলে রিমন সাউদ (২৪) মারা যান। এ খবর শুনে হার্ট অ্যাটাক করেন বাবা ইয়ার হোসেন (৬০)। সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় আজ সোমবার (১১ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রিমন সাউদের চাচাতো ভাই মাসুম সাউদ বলেন, অসুস্থবোধ করলে গতকাল রোববার রাত ৩টার দিকে রিমন সাউদ বাড়ির দোতলা থেকে নেমে গাড়িতে ওঠে। পরে তাকে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাই।

কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় কোনো হাসপাতাল ভর্তি নেয়নি বলে জানা তিনি। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেন চাচা ইয়ার হোসেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন বলেও জানান মাসুম।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। রিমন সাউদের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় তার করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছে। তবে তার রিপোর্ট পায়নি পরিবার।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬