ঘরে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হলেন ছেলেসহ সাংবাদিক

৩০ এপ্রিল ২০২০, ১০:২৬ AM

© সংগৃহীত

গাজীপুরে ঘরে চিকিৎসা নিয়েই ছেলেসহ এক সাংবাদিক প্রাণঘাতী করোনাভাইরাসকে জয় করেছেন। তিনি হলেন- ইকবাল আহমদ সরকার ও তার ছেলে আবদুল্লাহ আল রাফি। তিনি বেসরকারি টিভি চ্যানেল ৭১-এর সাংবাদিক।

বুধবার( ২৯ এপ্রিল) রাতে ইকবাল আহমদ সরকার জানান, একমাত্র ছেলে আবদুল্লাহ আল রাফিসহ তার নমুনা দ্বিতীয়বার গত সোমবার ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার সকালে ওই নমুনায় (কোভিড-১৯) নেগেটিভ এসেছে।

১৪ এপ্রিল ৭১ টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। পরদিন ওই বাসার সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তার কলেজপড়ুয়া ছেলের নমুনাও করোনা পজিটিভ আসে এবং অন্যদের নেগেটিভ আসে। ১৪ দিন চিকিৎসা শেষে তাদের নমুনা ঢাকায় পাঠনো হলে বুধবার সবারই নমুনা ফলাফল করোনা নেগেটিভ আসে।

পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। পর দিন ওই বাসার সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এ সময় তার কলেজছাত্র ছেলের নমুনায় করোনা পজিটিভ আসে এবং অন্যদের নেগেটিভ আসে।

১৪ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার আবার তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়। বুধবার সবার নমুনা ফল করোনা নেগেটিভ আসে।

এসময় সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, সাংবাদিক ইকবাল সরকার ও তার ছেলে এখন আল্লাহর রহমতে করোনাভাইরাস মুক্ত।

এছাড়াও গাজীপুরে গত মঙ্গলবার পযর্ন্ত ৩৩১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে প্রথম হলেন যারা
  • ০৪ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ নম্বর পেয়ে ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে মানবিক শা…
  • ০৪ জানুয়ারি ২০২৬
‘বসে খাওয়া সংস্কৃতির  প্রলোভন দেখাবেন না’
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় ইউনিটের ভর্তিতে সেরা তিনজনের ২ জনই নটর ডেমের
  • ০৪ জানুয়ারি ২০২৬
কুবিতে পরীক্ষার হলে নকল করায় প্রত্নতত্ত্ব বিভাগের দুই শিক্ষ…
  • ০৪ জানুয়ারি ২০২৬
গবেষণায় স্কলারশিপ দিচ্ছে তাইওয়ান, মাসিক ভাতাসহ থাকছে যেসব …
  • ০৪ জানুয়ারি ২০২৬