৭৬ শতাংশ পুরুষ ক্যানসার রোগী ধূমপায়ী: গবেষণা

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM

© ফাইল ফটো

বাংলাদেশে বছরে ১১ দশমিক ৯ শতাংশ মৃত্যুর কারণ ক্যানসার। এর মধ্যে সব ধরনের ক্যানসারের ক্ষেত্রে ৪৬ শতাংশ তামাক ব্যবহারের সঙ্গে যুক্ত। ৭৫ দশমিক ৮ শতাংশ  পুরুষ ক্যানসার রোগী ধূমপায়ী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরম্যাটিকস (ডিপিএইচআই) বিভাগের একটি নতুন জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি থেকে এ তথ্য তুলে ধরা হয়েছে।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক ও বিএসএমএমইউয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরম্যাটিকস বিভাগের সহকারী অধ্যাপক মো. খালেকুজ্জামান গবেষণার ফল উপস্থাপন করেন।

গবেষণায় দেখা যায়, দেশে ৩৮ ধরনের ক্যানসার থাকলেও ফুসফুসের ক্যানসার ১১ দশমিক ৪ শতাংশ, কণ্ঠনালীর ক্যানসার ৮ দশমিক ৫ শতাংশ এবং পাকস্থলীর ক্যানসার ৫ দশমিক ৭ শতাংশ মৃত্যুর প্রধান কারণ।

গবেষণায় আরও দেখা গেছে, প্রতি ১ লাখে ১০৬ জনের মধ্যে (পুরুষদের ক্ষেত্রে ১ লাখে ১১৮ জন এবং নারীদের ক্ষেত্রে ১ লাখে ৯৬ জন) ক্যানসারের প্রাদুর্ভাব ছিল।

গবেষণাটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা এলাকায় পরিচালিত হয়, যেখানে ডেটা সংগ্রহ শুরু হয়েছিল ২০২৩ সালের জুলাইয়ে। গবেষকরা জাতীয় ক্যানসার রেজিস্ট্রি সফটওয়্যার ব্যবহার করে প্রতিটি বাড়িতে গিয়ে সাক্ষাৎকার গ্রহণ করেন। ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত একটি ফলো-আপ পরিচালিত হয়, যেখানে ৩ হাজার ৪১১টি পরিবারের ৫৮ হাজার ৫৩৯ জন অংশগ্রহণ করেন।

গবেষণায় ৪৬ হাজার ৬৩১টি পরিবারের মোট ২ লাখ ১ হাজার ৬৬৮ জন অংশগ্রহণকারী ছিলেন, যার মধ্যে ৪৮ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৫১.৬ শতাংশ  নারী। গবেষকরা মোট ২১৪ জন ক্যানসার রোগীর খোঁজ পান। এর মধ্যে ৯২ দশমিক ৫ শতাংশ রোগী ১৮ থেকে ৭৫ বছর বয়সী, ২ দশমিক ৪ শতাংশ ১৮ বছরের নিচে এবং ৫ দশমিক ১ শতাংশ ৭৫ বছরের বেশি বয়সী। গবেষকরা ৩৮টি ভিন্ন ধরনের ক্যানসার শনাক্ত করেন।

গবেষণায় যে পাঁচটি ক্যানসার বেশি দেখা গেছে তার মধ্যে ছিল স্তন ক্যানসার ১৬ দশমিক ৮ শতাংশ , ঠোঁট ও মুখগহ্বরের ক্যানসার ৮ দশমিক ৪ শতাংশ, পাকস্থলীর ক্যানসার ৭ শতাংশ , কণ্ঠনালীর ক্যানসার ৭ শতাংশ এবং সার্ভিক্স ক্যানসার ৫ দশমিক ১ শতাংশ ।

নারী ক্যানসার রোগীদের মধ্যে ১৯ শতাংশের ক্যানসার ছিল প্রজনন সম্পর্কিত, যার মধ্যে ছিল সার্ভিক্যাল ১১ শতাংশ , ওভারিয়ান ৫ শতাংশ এবং ইউটেরাইন ৩ শতাংশ  ক্যানসার।

গবেষকরা দেখেছেন যে, সব ধরনের ক্যানসারের ক্ষেত্রে ৪৬ শতাংশ  তামাক ব্যবহারের সঙ্গে যুক্ত। ৭৫ দশমিক ৮ শতাংশ পুরুষ ক্যানসার রোগী ধূমপায়ী। এক বছরে রেকর্ড করা নতুন ক্যানসার রোগীর সংখ্যা ছিল প্রতি ১ লাখ জনে ৫২ দশমিক ৯ জন।

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি সভা-সমাবেশ-প্রচারণা নিষিদ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
ছিনতাইয়ে জড়িয়ে স্থায়ী বহিষ্কার হওয়ার সেই নেতাও বিএনপিতে ফির…
  • ১১ জানুয়ারি ২০২৬
অসুস্থ বাবাকে দেখতে গিয়ে লাশ হলেন ছেলে
  • ১১ জানুয়ারি ২০২৬
পাত্তাই পেল না রংপুর, টেবিলের দুইয়ে রাজশাহী
  • ১১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্যাংক ঋণ ইস্যু, বিএনপি প্রার্থীর নির্বাচনে বাধা নেই
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9