সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর সন্তান প্রসব: নিয়ম লঙ্ঘনের অভিযোগ

০২ জানুয়ারি ২০২৬, ১০:১৯ AM
 সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব © সংগৃহীত

বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করতে গিয়ে একজন বাংলাদেশি নারী হজযাত্রীর সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব সরকার আপত্তি জানিয়েছে। সৌদি কর্তৃপক্ষের মতে, এটি তাদের দেশের প্রচলিত হজের নিয়মনীতির একটি সুস্পষ্ট লঙ্ঘন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর হজে যাওয়া যাত্রীদের মাত্র ৬ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় যান। বাকি ৯৪ শতাংশ হজযাত্রীই বিভিন্ন বেসরকারি এজেন্সির মাধ্যমে সৌদি আরব সফর করেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাঠানো হলেও অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট এজেন্সিগুলো সৌদি আরবের কঠোর নিয়মনীতি সম্পর্কে হজযাত্রীদের সঠিক ধারণা দেয় না। আবার অনেক ক্ষেত্রে হজযাত্রীরা নিজেও সেসব নিয়ম মানতে অনীহা প্রকাশ করেন, যার ফলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে প্রেস সচিব আরও বলেন, সৌদি আরবের নিয়মনীতিগুলো যেন ভবিষ্যতে কঠোরভাবে প্রতিপালন করা হয়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে শারীরিক সক্ষমতা এবং নির্দিষ্ট স্বাস্থ্যবিধি না মেনে হজে যাওয়ার ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। বেসরকারি এজেন্সিগুলোকে এ বিষয়ে আরও দায়িত্বশীল করার পাশাপাশি হজযাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে।

জনবল নিয়োগ দেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ০২ জানুয়ারি ২০২৬
কেন কৃষি প্রকৌশল হতে পারে আপনার প্রথম পছন্দ?
  • ০২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে আরও তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম, যেমন হলো একাদশ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০
  • ০২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!