নির্বাচনে কর্মকর্তারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন, গাফিলতি নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন  © ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করুন। কর্মকর্তারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। গাফিলতি মেনে নেওয়া হবে না। সাংবাদিকসহ সবাই স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন।’ আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন তিনি।

ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন সিইসি। আগামী ১২ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা একটি স্বচ্ছ ভোটার তালিকা করেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানো হয়েছে। আচরণবিধিতে পরিবর্তন, সংশোধন করা হয়েছে। সবার পরামর্শে হয়েছে এসব পরিবর্তন, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা। গণতান্ত্রিক ধারা, কাঙ্ক্ষিত সংস্কারের জন্য এ নির্বাচন।’

এর আগে নির্বাচনের তফসিল নিয়ে সিইসির ভাষণ রেকর্ড করা হয়েছে বিটিভি ও বাংলাদেশ বেতারে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এসব বিষয় স্পষ্ট করেন কমিশন সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

এছাড়া, রাতে এক বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার-ব্যানারসহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি। সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিটিভি ও বাংলাদেশ বেতারে নির্বাচনের তফসিল ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমেও বিটিভির সরাসরি সম্প্রচার করা তফসিল ঘোষণা লাইভ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence