মেট্রোরেল লাইনের উপর পড়ল ড্রোন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:১০ PM
রাজধানীতে মেট্রোরেল লাইনের ওপর হঠাৎ একটি ড্রোন পড়ে গিয়ে ট্রেন চলাচলে সাময়িক বাধা সৃষ্টি হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টা ৫১ মিনিটের দিকে উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে, ফলে প্রায় ৯ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) রাতেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, ড্রোনটি সরিয়ে নেওয়ার পর দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার জন্য যাত্রীদের সাময়িক ভোগান্তির বিষয়টি আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছে কর্তৃপক্ষ।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, ড্রোনটি লাইনের ওপর পড়ে থাকায় নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরিস্থিতি পর্যালোচনা করে ড্রোন সরিয়ে ফেলেই ট্রেন আবার চলতে শুরু করে।
এদিকে, সম্প্রতি নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ডিএমটিসিএলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি স্থগিত রাখা হয়েছে। সম্ভাব্য নাশকতা বা অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয় ৯ নভেম্বর জারি করা এক অফিস আদেশে। নির্দেশে মেট্রোরেল ভবন, ডিপো, বিভিন্ন স্টেশন ও প্রকল্প এলাকায় কর্মরত সবার ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে বলে উল্লেখ করা হয়।