দেশে এবার বন্ধ হচ্ছে নিবন্ধনহীন মোবাইল, বৈধতা যাচাই করবেন যেভাবে

৩০ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ AM
দেশে এবার বন্ধ হচ্ছে নিবন্ধনহীন মোবাইল

দেশে এবার বন্ধ হচ্ছে নিবন্ধনহীন মোবাইল © টিডিসি সম্পাদিত

অবৈধ মোবাইল ফোন বন্ধ, আর্থিক জালিয়াতি রোধ এবং জাতীয় রাজস্ব ও নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু হচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকার প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। দেশে সংঘটিত ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অবৈধ ডিভাইস ও সিম ব্যবহার করে। এনইআইআর চালু হলে এসব জালিয়াতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং গ্রাহকরা নিরাপদ, মানসম্পন্ন সেবা পাবেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‌‌‘এই সিস্টেম চালুর মাধ্যমে ভবিষ্যতে কোনো অবৈধ বা ক্লোন করা আইএমইআই নম্বরের ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। এতে বাজারে অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ হবে এবং সরকার ও গ্রাহক উভয়ই উপকৃত হবেন।’

বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন, ‘এনইআইআর কার্যকর হলে দেশীয় ১৮টি মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক মূল্যে হ্যান্ডসেট বিক্রি করতে পারবে। এতে চোরাই ও রিফারবিশড ফোনের বাজার সংকুচিত হবে।’

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাকারিয়া শহীদ বলেন, ‘দেশীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেট এখন শুধু অভ্যন্তরীণ বাজারে নয়, ভবিষ্যতে বিদেশেও রপ্তানি করা হবে।’

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, ‘এনইআইআর বাস্তবায়ন নিয়ে জনগণকে সচেতন করতে সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

যেভাবে কাজ করবে এনইআইআর:

নতুন হ্যান্ডসেট : নতুন মোবাইল ফোন নেটওয়ার্কে যুক্ত হলে প্রথমে সচল রেখে এনইআইআর-এর মাধ্যমে বৈধতা যাচাই করা হবে।বৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

অবৈধ হ্যান্ডসেট : অবৈধ হ্যান্ডসেট সম্পর্কে গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে এক মাসের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। সময় পেরোলে এটি স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে।

বিদেশ থেকে ক্রয়কৃত : বিদেশ থেকে বৈধভাবে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট ৩০ দিনের মধ্যে neir.btrc.gov.bd পোর্টালে প্রয়োজনীয় তথ্য (পাসপোর্ট, ক্রয় রশিদ ইত্যাদি) দিয়ে বিশেষ নিবন্ধনের মাধ্যমে সচল করতে হবে।

পুরোনো হ্যান্ডসেট : বর্তমানে ব্যবহৃত সকল হ্যান্ডসেট ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং আলাদা করে নিবন্ধনের প্রয়োজন হবে না।

বৈধতা যাচাই : মোবাইল কেনার আগে গ্রাহকরা KYD <space> ১৫ ডিজিটের IMEI নম্বরটি ১৬০০২ নম্বরে এসএমএস করে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারবেন।

বিটিআরসি আরও জানিয়েছে, জনগণ ইউএসএসডি (*১৬১৬১# ডায়াল করে), সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd) বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে এনইআইআর সংক্রান্ত সকল সেবা গ্রহণ করতে পারবে।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9