‘নির্বাচনের আগে জনপ্রতি মোবাইল সিম নিবন্ধনের সর্বোচ্চ সীমা সাতটি হতে পারে’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জনপ্রতি মেবাইল সিম নিবন্ধনের সর্বোচ্চ সীমা সাতটিতে নামিয়ে আনতে হবে। আজ রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বৈঠকে মোবাইলের সিম কার্ডের ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে একজন ১০টি সিম ব্যবহারের সুযোগ রয়েছে। এটা নির্বাচনের আগে সর্বোচ্চ সাতটির মধ্যে নিয়ে আসতে পারি। এই সীমা পর্যায়ক্রমে পাঁচটি থেকে দুইটিতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সিম কার্ড একেবারে কমানো যাবে না, ধীরে ধীরে তা কমিয়ে আনা হবে।
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কেউ একজন একটি সিম কার্ড নিয়েছেন, কিন্তু কৌশলে ওই ব্যাক্তির নামে আরো কিছু সিম কার্ড বের করে নেওয়া হচ্ছে। আর এই সিম কার্ড দিয়ে অপরাধ হওয়ায় মূল ব্যক্তি তা জানেনই না।
আরও পড়ুন : অনুপাত ১:৪, সর্বনিম্ন ও সর্বাচ্চ বেতনের নতুন প্রস্তাবনা পে কমিশনে
সোশাল মিডিয়ায় অনেক ‘অসত্য, বিভ্রান্তিকর’ তথ্য প্রচার হয় মন্তব্য করে এসব বিভ্রান্তি দূর করতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজনৈতিক দলগুলো ‘সংঘর্ষের জন্য মুখিয়ে আছে’– একজন উপদেষ্টার এমন বক্তব্য উদ্ধৃত করে নির্বাচনে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন কতগুলো ঘটনা ঘটে। নির্বাচনে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘর ভাগাভাগি হয়ে যায়। এরকম ছোটখাটো ঘটনা ঘটে। একেবারে পুরো এলিমিনেট করে দিতে পারে, তা না। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে এসব বিষয়ে আলোচনা করে ‘সমাধান করবে’ বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ায় লাইফ জ্যাকেট পরে দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হবে না, সবাইকে সচেতন হতে হবে।