সবাই দেশের জন্য কাজ করলে দেশ উন্নত হবে: শিল্প উপদেষ্টা 

২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ PM
আদিলুর রহমান খান

আদিলুর রহমান খান © টিডিসি ফটো

সবাই দেশের জন্য কাজ করলে দেশ উন্নত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অটোমোবাইল এন্ড এগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে জাতি হিসেবে আমরা গঠিত হবো, যা আমাদের তরুণ সমাজ আমাদের ছাত্র জনতা চব্বিশ এ দেখিয়েছেন জনগণের শক্তি কি ধরনের অজয়ী শক্তিতে রূপান্তরিত হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এ দায়িত্বটি এখনই শুরু করা আবশ্যক বলে আমরা মনে করি।

বাংলাদেশ সরকারের অঙ্গীকার মেড ইন বাংলাদেশ উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা প্রতিটা ক্ষেত্রে মেড ইন বাংলাদেশ হিসেবে যে পণ্যগুলো আসছে তাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এ ব্র্যান্ডকে একটি বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। এজন্য প্রয়োজন উৎপাদন ভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তির স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানব সম্পৃণ গড়ে তোলা। এ মেলা অত্যন্ত সময় উপযোগী এবং দেশের শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরবে। মেলার মাধ্যমে শিল্পখাত আরও গুরুত্বপূর্ণ জায়গায়  যাবে।

তিনি বলেন, বাংলাদেশের তিনটি অগ্রাধিকার প্রাপ্ত সেক্টর হল অটোমোবাইলস, এগ্রোমেশিনারি এবং লাইট ম্যানুফ্যাকচারিং। এগুলো আমাদের ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জাতীয় শিল্পনীতির উদ্দেশ্য দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করে বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। যেটা সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ইতোমধ্যে বিভিন্ন নীতি সহায়তা ট্যাক্স সহায়তা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সরকার সেই কাজটি এগিয়ে নিচ্ছে।

আমরা বিশ্বাস করি এ মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে এবং নতুন ব্যবসায়িক সম্মাননার শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে বিসিআইসি বিএসআইসি ইএসটিআই এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে এ খাতগুলোকে সহায়তা প্রদান করছে। এ মেলা শিল্প মন্ত্রণালয়ের কাজকে আরো বেশি সহযোগিতা করবে এবং এ খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ, যোগ করেন আদিলুর রহমান খান।

অনুষ্ঠানে শিল্প সচিব মো. ওবায়দুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর
  • ৩১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬