জুলাই কেন অনিবার্য ছিল, জানা যাবে শিল্পী দেবাশীষের ১০ পোস্টারে

আজ জুলাইয়ের প্রথম পোস্টারটি প্রকাশ করা হয়েছে
আজ জুলাইয়ের প্রথম পোস্টারটি প্রকাশ করা হয়েছে  © সংগৃহীত

জুলাই কেন অনিবার্য হয়ে উঠেছিল এবং কী ঘটেছিল, তা নিয়ে ১০টি পোস্টার এঁকেছেন অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশীষ চক্রবর্তী। জুলাই মাসজুড়ে ধারাবাহিকভাবে এসব পোস্টার প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই-২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশীষ চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। 

আরও পড়ুন: গেজেটে নাম নেই ২৩ জুলাই শহীদের, অন্তর্ভুক্তির অপেক্ষায় পরিবার

এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। জুলাই মাসজুড়ে প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজ জুলাইয়ের প্রথম পোস্টারটি প্রকাশ করা হয়েছে বলে এতে জানানো হয়।


সর্বশেষ সংবাদ