অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়

৩০ মে ২০২৫, ১২:২৭ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৩:১১ PM
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করতে যাচ্ছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। 

আজ শুক্রবার (৩০ মে) বিকেলে টোকিওতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক আয়োজনে এই সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বিশিষ্টজনদের উপস্থিতিতে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।

সোকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, মানবতার কল্যাণে ড. ইউনূসের উদ্ভাবনী চিন্তা ও জীবনব্যাপী প্রচেষ্টাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এই সম্মাননা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, জীবনদর্শন ও কর্মধারা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ৬০টির বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে ড. ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে। সোকা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা সেই ধারাবাহিকতায় যুক্ত হচ্ছে আরেকটি গৌরবোজ্জ্বল পালক হিসেবে।

সূত্র: বাসস

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা পাকিস্তানের, নিষেধাজ্ঞার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬