৫৬ হাজার শিক্ষার্থী খাবে কৃমিনাশক ওষুধ

৩১ অক্টোবর ২০২১, ১২:০৪ AM

© সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মোট ৫৬ হাজার ৮১৮ শিক্ষার্থীকে খাওয়ানো হচ্ছে কৃমিনাশক ওষুধ। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ কৃমিনাশক খাওয়ানো হচ্ছে তাদের।   

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোদাচ্ছের হোসেন, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল শিকদার প্রমুখ।  

ডা. খালেদুর রহমান বলেন, ৩০ অক্টোবর থেকে আগামী ০৫ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত ০৫-১৬ বছর বয়সী সব শিশুকে ভরাপেটে এক ডোজ কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। একইসঙ্গে পরিবারের অন্য সদস্যদেরও নিজ ব্যবস্থাপনায় কৃমিনাশক ওষুধ ভরাপেটে সেবন করতে হবে।

তারেক রহমানকে দেখে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান
  • ২২ জানুয়ারি ২০২৬
২১ বছর পর শ্বশুরবাড়িতে তারেক রহমান, কেক খাওয়ালেন স্ত্রী জুব…
  • ২২ জানুয়ারি ২০২৬
কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে ভাতা বৃদ্ধির যত সুপারিশ
  • ২২ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পদ হারালেন বিএনপি নেতা মাসুদ ও শিপন
  • ২২ জানুয়ারি ২০২৬
গানম্যান চাইলেন হান্নান মাসউদসহ দুই প্রার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬