অবিলম্বে শিক্ষা-প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে মানববন্ধন (ভিডিও)

২৪ মে ২০২১, ০২:২৫ PM
মানববন্ধনে শিক্ষার্থীরা

মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

অবিলম্বে দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত ১৫ মাস ধরে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অনেকেই শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছেন। অনেকেই হতাশার মধ্য দিয়ে দিন পার করছে। অনেকে টিউশনি বা খন্ডকালীন কাজ করে নিজসহ পরিবারকে সহায়তা করতো। কিন্তু শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের সেই আয় বন্ধ রয়েছে।

তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা হতাশাগ্রস্থ, আর তারচেয়েও বেশি হতাশাগ্রস্থ আমাদের মা-বাবা। তারা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে বড় করেছেন। এখন যেখানে আমরা তাদের মুখ উজ্জ্বল করবো সেখানে বেকার হয়ে ঘুরতেছি।

তারা আরো বলেন, দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতিত সবকিছুই চলছে। মার্কেটগুলোতে গেলে পা ফেলার জায়গা পাওয়া যায় না। শুধু শিক্ষা-প্রতিষ্ঠান খুললেই করোনা হানা দিবে। তারা অবিলম্বে দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন।

আবেদন করেও রুয়েটের ভর্তি পরীক্ষা দেননি ১৫ শতাংশ শিক্ষার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি: ডিজি
  • ২২ জানুয়ারি ২০২৬
অনিয়মের অভিযোগ, এসএসসি পরীক্ষার ২০ কেন্দ্র বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৩ মণ জাটকা উদ্ধার, এতিমখানায় বিতরণ
  • ২২ জানুয়ারি ২০২৬
সরকারে গেলে রাসুল (সা.) ন্যায়পরায়নতার ভিত্তিতে দেশ পরিচালনা…
  • ২২ জানুয়ারি ২০২৬
শেরে বাংলা, সোহরাওয়ার্দী, নজরুল, হাদির কবর জিয়ারতের মধ্য দি…
  • ২২ জানুয়ারি ২০২৬