এসএসসি পরীক্ষার্থী © টিডিসি: ফাইল ছবি
নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ থাকায় এসএসসি পরীক্ষার যশোর বোর্ডের অধীনে থাকা ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষাকেন্দ্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চিঠিটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বোর্ডের পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের আবেদন, জেলা প্রশাসকের সুপারিশ, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া এবং কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য কয়েকটি কেন্দ্র স্থগিত করা হয়েছে।
কেন্দ্রগুলো হলো- ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়, রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আর.আর.এফ মাধ্যমিক বিদ্যালয়, বি. কে. ইউনিয়ন ইনস্টিটিউশন, খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, ইসলামাবাদ কলেজিছে স্কুল, সিদ্ধিপাশা মাধ্যমিক বিদ্যালয়, পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়।