আন্দোলনের হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
গ্রেপ্তার

গ্রেপ্তার © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে পৃথক হত্যা মামলায় ফেনীতে একজন প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হোসেন মোহাম্মদ ও শাহ আলম। গতকাল বুধবার গ্রেপ্তার করার পর আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

হোসেন মোহাম্মদ ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। একইসাথে ‍তিনি উপজেলার বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউনিয়নের গুনক গ্রামের বাসিন্দা। গতকাল বিকেলে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ফেনী সদর মডেল থানায় নিয়ে যায়। অপর দিকে গতকাল সন্ধ্যায় ফেনী সদর উপজেলার লালপুল এলাকা থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা শাহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ফেনী সদর উপজেলার পশ্চিম ছিলোনীয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল উড়ালসেতুর নিচে জমায়েতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় বারইয়ার হাট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছাইদুল ইসলামকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে চলে যান হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। গ্রেপ্তার শাহ আলম ওই মামলার এজাহারনামীয় আসামি।

অপর দিকে, ৪ আগস্ট আন্দোলনের সময় ফেনী শহরের জেল রোডে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা টমটমচালক জাফর উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় নিহত জাফর উদ্দিনের স্ত্রী বাদী ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা হোসেন মোহাম্মদ জাফর উদ্দিন হত্যা মামলার আসামি। এ ছাড়া তিনি আন্দোলনে আহত মহি উদ্দিন নামে একজনের দায়ের করা অপর একটি মামলারও এজাহারনামীয় আসামি।

রুয়েট ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন কত জন
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেল
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
  • ২১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রহরীদের সঙ্গে ছাত্রদলে…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে প্রচারণায় নেতাকর্মীদেরকে ছাত্রদল…
  • ২১ জানুয়ারি ২০২৬
কী প্রতীক পেলেন রুমিন ফারহানা?
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9