জাতীয়করণের দাবিতে দুমকীর ২৩ স্কুল

শিক্ষকদের ক্লাস বর্জন, স্কুলে এসে ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা

শিক্ষকরা ক্লাস বর্জন করায় স্কুলে এসে শিক্ষার্থীরা ফিরে যাচ্ছে
শিক্ষকরা ক্লাস বর্জন করায় স্কুলে এসে শিক্ষার্থীরা ফিরে যাচ্ছে  © টিডিসি ছবি

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকীতে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এতে শিক্ষা প্রতিষ্ঠানে এসে ক্লাস না হওয়ায় বাড়িতে ফিরে গেছে শিক্ষার্থীরা।

উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার (২৫ জুলাই) শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে একযোগে এ কর্মসূচি পালন করা হয় বলে খোঁজ নিয়ে জানা গেছে। 

উপজেলার দুমকী এ.কে মডেল মাধ্যমিক বিদ্যালয়, নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়, আংগারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চরগরবদী আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়, চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়, পাংগাশিয়া বালিকা, নলদোয়ানী মাধ্যমিক, এবিএন মাধ্যমিক বিদ্যালয়, শ্রীরামপুর মাধ্যমিক, লতিফমোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা যায়, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বর্জন করে শিক্ষকগন তাদের মিলনায়তনে বসে সময় কাটাচ্ছেন।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে খোশগল্পে মশগুল, আবার কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করে ক্লাস বর্জন দেখে অনেকেই বাড়িতে চলে গেছে। আবার কোন কোন শিক্ষার্থীদের দোকানে আড্ডা দিতেও দেখা গেছে। 

জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, স্কুলে ক্লাস হয়নি। শুনেছি স্যারেরা আন্দোলন করছেন। 

আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী গোলাম রাব্বি ও  মুসফিকা ইসলাম কান্তাসহ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, আমরা স্কুলে এসে দেখি স্যারদের ক্লাস বর্জন, তাই বাড়িতে ফিরে যাচ্ছি। 

আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদেরও স্কুল খোলা রয়েছে। তবে দাবি আদায়ের জন্য ক্লাস বর্জন করেছি।

বাঁশবুনিয়া মেহেরুন নেছা বালিকা মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জানান,  মঙ্গলবারও  স্কুল খোলা রয়েছে। তবে ক্লাস বর্জন কর্মসূচি চলছে। 

সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, আমাদের বিদ্যালয় খোলা রয়েছে।  শিক্ষকগণ হাজিরা খাতায় স্বাক্ষরও করেছেন। ছাত্রীদের উপস্থিতি কম হওয়ায় ক্লাস তেমন হয়নি। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এ বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। তবে শুনেছেন বিদ্যালয়গুলো খোলা রেখে শিক্ষকরা ক্লাস বর্জন করে আন্দোলন করছেন। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence