প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম বাংলাদেশের

০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:২২ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকং-চায়নার বিপক্ষে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করার দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। তবে প্রথমার্ধের ঠিক ২০ সেকেন্ড আগে সমতায় ফেরে সফরকারীরা। শেষমেশ ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দল দুটি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং-চায়না। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের ছন্দে ফেরে বাংলাদেশ। এরপর ধীরে ধীরে আক্রমণে উঠতে শুরু করে স্বাগতিকরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভালো সুযোগ পেয়েছিল সফরকারীরা। তবে বাঁ-প্রান্ত দিয়ে ঢুকে ম্যাট অরের শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে গোলকিপারের হাতে জমা পড়ে রাকিবের শট।

ম্যাচের ১৩তম মিনিটে বা-প্রান্তের বক্সের মুখে স্বাগতিকদের ফয়সাল আহমেদকে ফাউল করে হংকং। এতে ফ্রি কিক পায় বাংলাদেশ। সেখান থেকে বক্সের ডান পাশ থেকে কোনাকুনি ফ্রি কিকে সরাসরি বল জালে জড়ান হামজা। লাল-সবুজের জার্সিতে হামজার দ্বিতীয় গোল এটি। এর আগে, গত জুনে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে এই মিডফিল্ডারের প্রথম গোল এসেছিল।

এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে হংকং, কিন্তু তাদের একের পর এক আক্রমণ বাংলাদেশের শক্ত ডিফেন্সে এসে থেমে যায়।

অন্যদিকে বল দখলে রেখে খেলার চেষ্টা করে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও অ্যাটাকিং থার্ডে গিয়ে আটকে যায় স্বাগতিকদের সব আক্রমণ। ম্যাচের ৪২তম মিনিটে হংকংয়ের আক্রমণ থেকে বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল পেয়ে সমতায় ফেরে হংকং। পেনাল্টি বক্সে তৈরি হওয়া জটলার সুযোগ নিয়ে পা ছুঁয়ে বল জালে পাঠান এভারটন কামারগো। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬