দ্বিতীয় সারির দল নিয়ে বার্সাকে হারাল পিএসজি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ AM
চোটে জর্জরিত দল নিয়ে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের আগে দলটি ছিল বেশ শঙ্কায়। মাঠে নামতে হয়েছে ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে, উইঙ্গার খিচা কাভারেস্কাইয়া, অধিনায়ক মার্কিনিওস এবং তরুণ তারকা দেজিরে দুয়েকে ছাড়াই। বলা যায়, দ্বিতীয় সারির একাদশ নিয়েই খেলতে নেমেছিল পিএসজি।
তবুও প্রতিপক্ষের মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছে ফরাসি চ্যাম্পিয়নরা। এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের এই ম্যাচে বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে জয় তুলে নেয় পিএসজি। এই জয়ে লিগে টানা দ্বিতীয়বারের মতো পূর্ণ ৩ পয়েন্ট পেল তারা।
ম্যাচের শুরুটা ভালোই করেছিল বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় পিএসজিকে চাপে ফেলে দেয় তারা। ১৯তম মিনিটে মার্কাস রাশফোর্ডের পাস থেকে গোল করেন ফেরান তোরেস। অফসাইড ফাঁদ ভেঙে পিএসজির গোলকিপার লুকাস শেভালিয়েকে পরাস্ত করেন তিনি।
তবে পিছিয়ে পড়েও মনোবল হারায়নি পিএসজি। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ৩৮তম মিনিটে বাঁ দিক দিয়ে দুর্দান্ত দৌড়ে বার্সার তিন ডিফেন্ডারকে কাটিয়ে পাস দেন নুনো মেন্দেস। সেই পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান ১৯ বছর বয়সী সেনি মায়ুলু।
দ্বিতীয়ার্ধে দুই দলই চেষ্টা চালিয়ে যায়। ৮৩তম মিনিটে বদলি হিসেবে নামা লি কাং-ইনের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে শেষ দিকে ম্যাচে নাটকীয়তা তৈরি হয়। ৯০তম মিনিটে আশরাফ হাকিমির ক্রস থেকে বদলি খেলোয়াড় গনসালো রামোস কাছ থেকে নিখুঁত শটে গোল করে পিএসজিকে এনে দেন জয়সূচক গোল।
দেড় বছর আগের স্মৃতিও যেন ফিরে এলো এই ম্যাচে। ২০২৪ সালের ১৬ এপ্রিল বার্সেলোনার এই অস্থায়ী ঘরের মাঠেই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সাকে ৪–১ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। যদিও প্রথম লেগে বার্সা প্যারিসে ৩–২ গোলে জিতেছিল, তবুও বিদায় নিতে হয়েছিল তাদের।
চ্যাম্পিয়নস লিগের নতুন কাঠামোয় এবার অংশ নিচ্ছে ৩৬ দল। এই পরিবর্তনের মধ্যে পুরনো দুই প্রতিপক্ষের মুখোমুখি লড়াই আবারও জমে উঠেছে। দুই ম্যাচের দুটিতেই জয় তুলে নেওয়া পিএসজি বর্তমানে গোল ব্যবধানে রয়েছে তিন নম্বরে। তাদের ওপরে আছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। আর হেরে গিয়ে ১৬ নম্বরে নেমে গেছে বার্সেলোনা।