ম্যাচসেরার পুরস্কার ঠেলাগাড়িভর্তি ৫৫ কেজি আলু

০৬ আগস্ট ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০৭:২৭ PM
সউলাসকে ঠেলাগাড়িভর্তি আলু দেনসোনারইয়ুস্কা ক্লাবের

সউলাসকে ঠেলাগাড়িভর্তি আলু দেনসোনারইয়ুস্কা ক্লাবের © সংগৃহীত

সম্প্রতি ম্যাচসেরার অদ্ভুত সব পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে আলোচনায় এসেছিল নরওয়ের শীর্ষ লিগের দল ব্রাইন। গত এপ্রিলেও ৪ ট্রে–ভর্তি ডিম, কয়েক কার্টন দুধ কিংবা ভেড়ার বাচ্চা ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেয় তারা। এবার ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগেও দেখা গেল এমন অদ্ভুত কাণ্ড।

গেল রবিবার নরশেল্যান্ডের বিপক্ষে ৩–২ গোলে জেতে সোনারইয়ুস্কা ক্লাব। ওই ম্যাচে সোনারইয়ুস্কার হয়ে ফরাসি সেন্টারব্যাক ম্যাক্সিম সউলাস প্রথম গোলটি করেন। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা এই ফুটবলার জয়ের পর ম্যাচসেরার পুরস্কার হিসেবে ছোট্ট একটি ঠেলাগাড়ি ভর্তি আলু পেয়েছেন!

ওজনে এই আলুর পরিমাণ প্রায় ৫৫ কেজি। গতকাল বার্তাসংস্থা এএফপিকে ২৬ বছর বয়সী সউলাস নিজেই এ তথ্য জানিয়েছেন। 

এ নিয়ে সউলাস বলেছেন, ‘আমি আলুগুলো আমাদের ক্লাব ক্যাফেটেরিয়াতে দিয়ে দিয়েছি। সেখান থেকে কিছু আলু আবার চলে গেছে একটি “সুপ কিচেনে” (যেখানে গরিবদের খাবার সরবরাহ করা হয়)।’

এ নিয়ে সোনারইয়ুস্কার জনসংযোগ পরিচালক জ্যাকব র‌্যাভন বলেছেন, ‘পুরস্কার কী হবে, সেটা ঠিক করে ম্যাচের স্পনসর। সে (সউলাস) এতে মজা পেয়েছে এবং ঘটনাটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।’

২০২০ সালে নেদারল্যান্ডসের জং পিএসভি ছেড়ে ডেনমার্কের ক্লাব আমাগেরে যোগ দেন সউলাস। পরের বছর সোনারইয়ুস্কায় যোগ দেন তিনি। 

এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, খেলায় নিজেদের স্বকীয়তা যোগ করতে কখনো কখনো এমন অপ্রত্যাশিত পুরস্কার দেন আয়োজকেরা, সেটা যে দামি হতেই হবে, তা নয়। তবে স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোর ঘরোয়া ফুটবলে এমন পুরস্কার নতুন কিছুই না।

চূড়ান্ত প্লে-অফের লাইন-আপ, দেখে নিন কবে কার ম্যাচ 
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিপিএলে আসছেন ফিল সল্ট? খোলাসা করল সিলেট টাইটান্স
  • ১৮ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী হত্যায় বিএনপির ৬৩ নেতাক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অবশেষে শোকজের জবাব দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, সেই চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9