‘এটা অবিশ্বাস্য’, সতীর্থের মৃত্যু মানতে পারছেন না রোনালদো

জোটা ও রোনালদো
জোটা ও রোনালদো   © সংগৃহীত

মাত্র ১০ দিন আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুট কার্ডোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। নতুন জীবনের সূচনায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আঙুলে আংটি পরা ছবিতে পরিপূর্ণ এক সুখী পরিবারের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। সেই হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতি!

বিয়ের আনন্দ কাটিয়ে ওঠার আগেই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জীবনের পথ থেমে গেল। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে স্পেনের জামোরা প্রদেশের সেরনাদিল্লা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ২৮ বছর বয়সী দিয়েগো জোটা। গাড়িতে ছোট ভাই আন্দ্রে সিলভাও তার সঙ্গে ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করে উদ্ধারকারী দল।

মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। শোকস্তব্ধ লিভারপুল ও পর্তুগাল। ক্রীড়াঙ্গনেও বিষাদের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকবার্তা ও শ্রদ্ধা ছড়িয়ে পড়ে।

অবশ্য জোটার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও। এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, "এটা অবিশ্বাস্য। এই তো আমরা জাতীয় দলে একসঙ্গে খেললাম, মাত্রই বিয়েটা করেছ তুমি। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের জন্য আমার গভীর সমবেদনা। জানি, তুমি সবসময় তাদের সঙ্গেই থাকবে। শান্তিতে ঘুমাও দিয়েগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।"

স্কাই স্পোর্টস বলছে, ছোট ভাই আন্দ্রে জোটার (২৬) সঙ্গে গাড়িতে ((ল্যাম্বরগিনি) ভ্রমণ করছিলেন দিয়োগো জোটা। স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের দিকে জামোরা প্রদেশের সানাব্রিয়ার এ–৫২ মহাসড়কে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে গিয়ে হঠাৎই আগুন ধরে যায়। আগুন দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বনভূমিতেও ছড়িয়ে যায়। তাৎক্ষণিকভাবে ভাইসহ নিহত হন জোটা। এ ঘটনায় ১১২ জরুরি নম্বরে ফোন করে বিষয়টি জানান প্রত্যক্ষদর্শীরা ।

প্রসঙ্গত, পর্তুগিজ নগরী পোর্তোতে জন্ম দিয়েগো জোটার। ছিলেন সময়ের অন্যতম প্রতিভাবান ফুটবলার। দেশ ও ক্লাব—দুই মঞ্চেই দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা সদ্যই স্বপ্নের মত একটি মৌসুম শেষ করেছেন। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ আর পর্তুগালের জার্সিতে উয়েফা নেশন্স লিগ জিতেছেন। ২৮ বছর বয়সে দুটি শিরোপা জিতে ছুটির আমেজে ছিলেন তিনি।

দিয়োগো জোটা ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪৪ দশমিক ৭ মিলিয়ন ইউরো চুক্তিতে লিভারপুলে যোগ দেন। অলরেডদের হয়ে ১৮২টি ম্যাচ খেলে ৬৫ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন তিনি। এ সময়ে লিভারপুলের হয়ে একটি প্রিমিয়ার লিগ (২০২৪-২৫), এফএ কাপ (২০২১-২২) ও লিগ কাপ (২০২১-২২) জিতেছেন এই ফরোয়ার্ড।

ফুটবল ক্যারিয়ারে ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েও চুক্তিবদ্ধ হয়েছিলেন জোটা, যদিও ক্লাবটির হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। পরবর্তীতে পোর্তো ও উলভসে খেলতে গিয়ে তার দক্ষতা ফুটে ওঠে। এছাড়া পর্তুগাল জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচ খেলেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence