ঢাকা ছাড়ল ভুটান, রাতে আসছে সিঙ্গাপুর

০৭ জুন ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৮:০৫ AM
ভুটান দল

ভুটান দল © সংগৃহীত

ঈদের দিনেও ব্যস্ততার কমতি নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। ভোরে ঢাকা ছেড়েছে ভুটান। অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা আসছে সিঙ্গাপুর। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারীরা।

৪২ জনের বহর নিয়ে ঢাকা পা রাখবে সিঙ্গাপুর। আন্তর্জাতিক টুর্নামেন্টে ফুটবলের চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। এছাড়া ট্যাকনিক্যাল স্টাফ ও কর্মকর্তা মিলিয়ে আরও ১৯ জন। আর দলটির ম্যানেজার আগেই ঢাকায় এসেছেন। অনুশীলন ও ম্যাচ ভেন্যুর সুযোগ-সুবিধা পরখ করছেন তিনি।

এদিকে ৪২ জনের বহর হলেও আবাসান ও অন্যান্য ব্যয় করতে হচ্ছে না বাফুফের। স্বাগতিক হিসেবে শুধু বাস দিয়ে লজিস্টিক সাপোর্ট দেবে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। 

এর আগে, এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের শিলংয়ে পাঁচদিন আগে পৌঁছে মাঠ নিয়ে বিড়ম্বনায় পড়েছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের মত ভুল করেনি সিঙ্গাপুর। আন্তর্জাতিক নিয়মানুযায়ী, ৪৮ ঘন্টার কিছু সময় আগে ঢাকায় আসছে তারা। সোনারগাঁও হোটেলে থাকবে সফরকারীরা। দেশ ছাড়ার আগে মালদ্বীপের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে তারা, গেল পরশু দিন। ৩-১ গোলের জয়ের সুবাস নিয়ে ঢাকায় রওনা হয়েছে। 

এদিকে রোববার (৮ জুন) বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে সিঙ্গাপুরের অনুশীলন ব্যবস্থা করছে বাফুফে। নিয়মানুযায়ী, পরশু ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সফরকারীরা।

অন্যদিকে নারী ফুটবলারদের অনেকে ক্যাম্পেই রয়েছেন। ঈদের দিন ছুটি থাকলেও ব্যস্ত সময় কাটাচ্ছেন বাফুফে কর্মকর্তা ও স্টাফরা। ফুটবলের অতি ব্যস্ততায় অনেকেই এবার ঈদের ছুটি নিতে পারেননি।

সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬