আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচেই রেকর্ড গড়লেন ১৭ বছরের কিশোর

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো
ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো  © ফাইল ফটো

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। শুক্রবার (৬ জুন) বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নেমেই রেকর্ডটি গড়েছেন ১৭ বছর ৯ মাস ২২ দিন বয়সী এই ফুটবলার। এখন তিনি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ অভিষেককারী ফুটবলার।

মাস্তানতুয়োনো কিছুদিন ধরেই ছিলেন আলোচনায়। রিয়াল মাদ্রিদ ও পিএসজির মধ্যে কোন ক্লাবে যাবেন, তা নিয়েই যত আলোচনা। ইউরোপের দুই সেরা ক্লাবের এমন টানাটানিই বলে দিচ্ছে, তরুণ ফুটবলারটি কতটা প্রতিভাবান।

আর এ আলোচনার মধ্যেই আজ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে মাস্তানতুয়োনোর। আজ ম্যাচের ৮৪ মিনিটে থিয়াগো আলমাদার বদলি হিসেবে মাঠে নামেন রিভার প্লেটে খেলা এ মিডফিল্ডার। অল্প সময়ের জন্য মাঠে নেমে ম্যাচের বাকি সময়ে তিনি বল স্পর্শ করেছেন ৮বার। ৩টি পাস দিয়েছেন, তিনটি–ই ছিল সঠিক।

তবে এই সব পরিসংখ্যান নয়, মাস্তানতুয়োনো রেকর্ড গড়েছেন মাঠে নেমেই। তিনিই এখন আর্জেন্টিনার হয়ে অফিশিয়াল ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার। এই রেকর্ড গড়ার পথে মাস্তানতুয়োনো ভেঙেছেন জুয়ান সারনারির প্রায় ৬৫ বছরের পুরোনো রেকর্ড। ১৯৬০ সালে ১৮ বছর ১ মাস ২২ দিন বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার অফিশিয়াল ম্যাচ খেলেছিলেন সারনারি। আজ সেই রেকর্ড ভেঙে দিলেন মাস্তানতুয়োনো।

অফিশিয়াল ম্যাচে সর্বকনিষ্ঠ হলেও প্রীতি ম্যাচ বিবেচনায় নিলে মাস্তানতুয়োনোর অবস্থান ৫ নম্বরে। আর এই তালিকায় সবার ওপরে আছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ১৯৭৭ সালে ১৬ বছর ৩ মাস ২৮ দিন বয়সে ম্যারাডোনার অভিষেক হয়েছিল হাঙ্গেরির বিপক্ষে।

পরের তিনজন হলেন আর্নেস্তো ব্রাউন (১৭ বছর ৬ মাস ১২ দিন), হোর্হে চেচি (১৭ বছর ৬ মাস ১৯ দিন) এবং গোটলোব উইস (১৭ বছর ৮ মাস ১১ দিন)। এই তালিকায় লিওনেল মেসির অবস্থান ৯ নম্বরে। ২০০৫ সালে ১৮ বছর ১ মাস ২৪ দিন বয়সে অভিষেক হয়েছিল মেসির।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!