বড় চমক দিয়ে আনচেলত্তির ব্রাজিল দল ঘোষণা, নেই নেইমার

২৭ মে ২০২৫, ০৯:৩২ AM , আপডেট: ০৭ জুন ২০২৫, ০৭:৫৩ PM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

ব্রাজিলের কোচ হিসেবে নিজের প্রথম দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আগামী জুনের শুরুর দিকে বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এজন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সদ্য সাবেক কোচ। তবে ঘোষিত এই স্কোয়াডে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের জায়গা হয়নি। 

ব্রাজিলে পৌঁছানোর পরদিনই দল ঘোষণা করেন ইতালিয়ান এই মাইন্ডমাস্টার। নেইমারের বাদ পড়া ছাড়াও সেলেসাওদের প্রাথমিক একাদশে কাসেমিরোর প্রত্যাবর্তনের আশা জাগিয়ে এই স্কোয়াডকে আরও আলোচনায় এনেছেন আনচেলত্তি। প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় এই মিডফিল্ডার। এছাড়া রিয়াল শিষ্য রদ্রিগো গোজ-ও আনচেলত্তির প্রথম স্কোয়াড মিস করে গেছেন।

দল ঘোষণার আগে রিও ডি জেনিরোতে ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কোচ বলেন, ‘বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার সামনে অনেক বড় কাজ, আশা করি ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে।’

আগামী ৫ ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের চারে রয়েছে সেলেসাওরা। এই গ্রুপ থেকে শীর্ষ ৬টি দল সরাসরি বিশ্বমঞ্চে খেলবে। তবে সপ্তম দলটিরও সুযোগ থাকছে। আন্তমহাদেশীয় প্লে-অফ উতরে মূল মঞ্চে জায়গা পেতে হবে দলটির।

ব্রাজিলের ২৬ সদস্যের দল: 

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ানস)

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি (সবাই ফ্ল্যামেঙ্গো); বেরালদো , মারকিনিওস (পিএসজি); আলেক্সসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাতেউস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)।

টিফিন ও প্রতিবন্ধী সন্তানদের ভাতা নিয়ে যে সুপারিশ কমিশনের
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি
  • ২১ জানুয়ারি ২০২৬
এক নজরে দেখুন ২০ গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কখন, জানালেন ডিজি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভোটেই হারল বাংলাদেশ, বিশ্বকাপে বিকল্প আলোচনায় যে দল
  • ২১ জানুয়ারি ২০২৬
এমবিবিএস-বিডিএসের নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রীসংস্থা
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9