৬ ম্যাচ হাতে রেখেই ‘অপরাজিত’ চ্যাম্পিয়ন পিএসজি 

০৬ এপ্রিল ২০২৫, ১১:২০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৩ AM
পিএসজির শিরোপা উদযাপন

পিএসজির শিরোপা উদযাপন © সংগৃহীত

শিরোপা নিশ্চিতে অঁজির বিপক্ষে ১ পয়েন্ট পেলেই হতো প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। তবে কেবল ড্রয়েই কেন শিরোপা উল্লাসে মাতবেন লুইস এনরিকের শিষ্যরা! ঘরের মাঠে শিরোপা নিশ্চিতের পাশাপাশি দারুণ এক জয় পেয়েছে দুর্দান্ত ছন্দে থাকা দলটি। পার্ক দে প্রিন্সেসে অঁজির বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। এই জয়ে ৬ ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানে চ্যাম্পিয়ন মুকুট পরলো দলটি।

এদিকে পিএসজির টানা চতুর্থবারের মতো শিরোপা নিশ্চিতের পর প্যারিসে হলো শিরোপা-উৎসব।  এই মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি দলটি। ২৮ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে ৭৪ পয়েন্ট প্যারিস জায়ান্টদের। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। এ ছাড়া লিগ ‘আঁ’-তে পিএসজির ১৩তম শিরোপা এটি, সর্বশেষ ১৩ আসরে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা!

অন্যদিকে শিরোপা নিশ্চিতের পর উচ্ছ্বাস প্রকাশ করেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়ে আমরা অনেক গর্বিত। ইউরোপের অন্যতম শক্তিশালী লিগ এটা। এখন অব্দি অপরাজিত হয়ে শিরোপা জেতার অনুভূতি আসলেই ভিন্ন কিছু। ফুটবলার, কোচ লুইস এনরিকে, ক্রীড়া পরামর্শক লুইস ক্যাম্পোস ও আমাদের সকল স্টাফরা অসামান্য পরিশ্রম করেছেন। প্যারিস শহরের জন্য ফ্রান্স ও বিদেশে থাকা ভক্তদের জন্য এটা আসলে অনেক বড় মুহূর্ত।’

পিএসজির এখনো বাকি ৬ ম্যাচ। ফলে, বাকি ম্যাচগুলো কেবলই আনুষ্ঠানিকতার। তবে সেই ম্যাচগুলোও জয়ের জন্যই লড়বে পিএসজি, এমনটাই দাবি খেলাইফির। 

পিএসজি সভাপতি বলেন, ‘ভক্ত-সমর্থকদের সঙ্গে এই মুহূর্তটা আমরা পরিবারের মতো উপভোগ করব। এই মৌসুম শেষ হতে এখনো অনেক বাকি। কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে ও ম্যাচ ধরে ধরে এগোতে হবে। মৌসুমের শেষ মুহূর্ত পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় লড়াই চালিয়ে যাব।’

এ প্রসঙ্গে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘এপ্রিলের শুরুতেই শিরোপা নিশ্চিত করতেই বোঝা যায়, এই মৌসুমে আমরা কতটা উন্নত মানের খেলা খেলছি। এখনো কিন্তু কিছু ম্যাচ বাকি। অপরাজিত থেকেই মৌসুম শেষ করতে পারাটাই আমাদের লক্ষ্য।’

উল্লেখ্য, পার্ক দে প্রিন্সেসে পিএসজি-অঁজির ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। ম্যাচের ৫৫তম মিনিটে আসে প্রথম গোল। খিচা কাভারেইস্কার অ্যাসিস্টে গোল করেন পিএসজি স্ট্রাইকার ডিজাইর ডু।

এদিকে পরের ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে পিএসজি-অ্যাস্টন ভিলা।

জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9