যুক্তরাষ্ট্রে কে-পপ ব্যান্ড দলের ইতিহাস

  © ডয়েচে ভেলে

ইংরেজিতে নিজেদের প্রথম গানটি প্রকাশ করেই ইতিহাস গড়েছে বিটিএস। ইতিহাসের প্রথম কোরিয়ান পপ ব্যান্ড হিসেবে স্থান করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট হান্ড্রেড সিঙ্গেলসের শীর্ষে।

সোমবার তাদের প্রথম ইংলিশ সিঙ্গেলস ‘ডায়নামাইট’ দিয়ে টপ চার্টের শীর্ষস্থান নিয়ে নিয়েছে তারা। সাত সদস্যের ব্যান্ড বিটিএস-এর আগে কোরিয়ার আর কোনো ব্যান্ড যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে এক নাম্বারে উঠতে পারেনি।

এতদিন ২০১২ সালে পিএসওয়াই-র ‘গ্যাংনাম স্টাইল’-এর দুই নাম্বারে ওঠাই ছিল যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে কে-পপের সর্বোচ্চ সাফল্য। টপচার্টের শীর্ষস্থান দখলের পাশাপাশি তিন কোটি ৩৯ লাখ স্ট্রিমিংও পেয়েছে ‘ডায়নামাইট’, বিক্রি হয়েছে তিন লাখ কপি৷

এক সপ্তাহের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রির রেকর্ডও গড়েছে ২০১৭ সালে টেলর সুইফটের ‘লুক হোয়াট ইউ মেইড মি ডু’-এর অর্জনকে পিছনে ফেলে।

এখন বিটিএস-এর অভিনন্দনের জোয়ারে ভাসার পালা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইন অভিনন্দন জানানোর পাশাপাশি করোনাকালে মানুষকে বিনোদনের মাধ্যমে উজ্জীবিত করার জন্য ধন্যবাদও জানিয়ে কে-পপ দলটিকে।

জবাবে টুইটারে বিটিএস লিখেছে, ‘সময়টা কঠিন, তবে আমরা আশা করি আমাদের এ গান আপনাকেও একটু সাচ্ছন্দ্য এবং ইতিবাচক শক্তি জোগাবে।’

বিটিএস শুধু যুক্তরাষ্ট্রের বিলবোর্ডই কাঁপায়নি। রবিবার প্রথমবারের মতো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে পারফর্ম করেছে তারা। ২০১৩ সালে প্রতিষ্ঠিত দলটি সেখানেও সেরা দল এবং সেরা পপ দলের পুরস্কারসহ মোট চারটি পুরস্কার জিতেছে। খবর: ডয়েচে ভেলে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence