মেসিকে কিনতে মরিয়া সিটি, ইউনাইটেড, পিএসজি

  © সংগৃহীত

বার্সেলোনা ছাড়তে চাওয়ায় দলবদলের বাজারে এখন হটকেক আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ইউরোপের বড় বড় ক্লাবগুলোও হুমড়ি খেয়ে পড়েছে। মেসিকে কেনার দৌড়ে ম্যানচেস্টার সিটি সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

তবে বসে নেই অন্য ক্লাবগুলোও। সে তালিকায় বেশ জোরালোভাবেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগেও তাঁর ইউনাইটেডে যাওয়ার খবর বেরিয়েছিল। মেসি বার্সা ছাড়তে চাওয়ার পর তা আবারো জোরালো হয়েছে। কিন্তু ম্যানচেস্টার সিটির দৌরাত্ম্যে তা সেভাবে প্রকাশ্যে আসতে পারছে না।

বিশ্বের শীর্ষস্থানীয় স্পোর্টস নেটওয়ার্ক বিইন স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক ত্রানকেদি পালমেরি টুইট করেছে, ‘মেসির বাবার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড যোগাযোগ করেছে।’ সুযোগটা ইউনাইটেডও নিতে চায়। রিলিজ ক্লজ ৭০ কোটি ইউরো হলেও মেসি ফিফার কাছে প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন।

সেখানে উল্লেখ করেছেন, ঝামেলা ছাড়াই দ্রুত ক্লাব ছাড়ার বিষয়টি নিষ্পত্তি করতে চান তিনি। এ অনুমতি চাওয়ার মানে হলো, বিনামূল্যে অন্য দলে যেতে পারবেন তিনি।

শুধু ইউনাইটেড নয় পিএসজিও দৌড়ে নেমেছে বলে জানা যাচ্ছে। ত্রানকেদি পালমেরির টুইট, ‘পিএসজি মেসিকে জানিয়েছে তারা প্রস্তাব রাখবে।’ পালমেরি আরেক টুইটে জানান, ‘মেসির ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করে পিএসজি জানিয়েছে, তারাও প্রস্তাব দেবে।’

ইএসপিএন জানিয়েছে, ম্যানচেস্টার সিটি পাঁচ বছরের চুক্তি করতে চায় মেসির সঙ্গে। ওই চুক্তির শর্ত অনুযায়ী শেষ দুই বছর খেলতে হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। সেখানে তাদের মালিকানাধীন নিউইয়র্ক সিটি এফসিতে খেলার শর্ত দেওয়া হয়েছে মেসিকে।

কাতালান রেডিও ‘আরএসি১’ ও আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মেসির বাবা হোর্হে মেসি ম্যানচেস্টারে ইতোমধ্যে পা রেখেছেন। দলবদল নিয়ে কথা বলবেন তিনি। অবশ্য আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি।

তবে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ কিন্তু বসে নেই। তিনি মেসিকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ‘কাতালুনিয়া রেডিও’ জানিয়েছে, মেসির সঙ্গে জরুরি বৈঠক করতে চান তিনি।

মেসি বার্সা ছাড়ার কথা জানানোর আগে নতুন কোচ রোনাল্ড কোম্যান জানান, দলে লুইস সুয়ারেজের ভবিষ্যৎ নেই। দলের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারের সঙ্গে চুক্তি বাতিলও করতে পারে বার্সেলোনা।


সর্বশেষ সংবাদ