শিরোপায় চোখ বাংলাদেশের

২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ PM
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল © সংগৃহীত

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের ৪ পয়েন্ট এবং সুপার সিক্সের প্রথম ম্যাচে পাওয়া জয়ের ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে টাইগ্রেসরা। একইসঙ্গে বিশ্বকাপ নিশ্চিত হয় নেদারল্যান্ডসেরও। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ডাচরা।

আগামী ৩০ জানুয়ারি সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ছাড়া পহেলা ফেব্রুয়ারি ডাচদের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এর আগে শিরোপাতেই চোখ রাখছেন টাইগ্রেস লেগ স্পিনার রাবেয়া খান। টুর্নামেন্টে দলের পারফরম্যান্স, নিজের বোলিং নিয়েও বেশ খুশি তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিসিবির প্রকাশিত ভিডিওবার্তায় রাবেয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি। এসব বাছাইপর্বে নিজেদের খুব কঠিন সময় দিতে হয়। কারণ, খুব চিন্তার বিষয় থাকে কখন কী হয়-না হয়। এদিক থেকে আমরা খুব ডমিনেট করেই পাঁচ ম্যাচ জিততে পেরেছি এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পেরেছি, তাই আমরা অনেক খুশি।’ 

রাবেয়া আরও বলেন, ‘(সামনের ম্যাচে) স্কটল্যান্ডের সঙ্গে খেলব। আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা এই দলকে ছোট করে দেখব না। আমরা আমাদের প্রসেস অনুযায়ী খেলব। খুব ভালো লাগার বিষয়, আমি আমার বোলিং নিয়েও খুব খুশি বলব। দলের প্রত্যেক প্লেয়ারই ভালো শেইপে আছে। তারা র‍্যাংকিংয়েও আগাচ্ছে। বোলার-ব্যাটার সবাই ভালো ছন্দে আছে, আশা করি এটা সামনে কাজে দেবে।’

উল্লেখ্য, বাছাইপর্ব ছাড়া ৮টি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, সবশেষ বিশ্বকাপের পারফরমেন্সের সুবাদে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা মূলপর্বে জায়গা করে নেয়। 

জামায়াতের বাসে হিজাব-নন হিজাব, হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
যে কারণে জামায়াতের নারী সমাবেশ স্থগিত
  • ২৯ জানুয়ারি ২০২৬
সাড়ে ১৩ হাজার প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি কাল
  • ২৯ জানুয়ারি ২০২৬
সেই মুয়াজ্জিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় চাকরিচ্যুতি, সেই মুয়াজ্জি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফেনীতে মাঠে নেমেছে ১৮ প্লাটুন বিজিবি
  • ২৯ জানুয়ারি ২০২৬