আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের: মুশফিক

২১ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © ফাইল ফটো

আইপিএলে নিলামে নাম উঠলেও অবিক্রিত থাকতে হয়েছে মুশফিকুর রহিমকে। তবে আইপিএলে দল পাননি বলে মোটেও হতাশ নন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শনিবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের ১৫তম ম্যাচে সিলেট থান্ডারের কাছে ৮০ রানে হেরেছে মুশফিকের দল খুলনা টাইগার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আইপিএল প্রসঙ্গ উঠতেই মুশফিক বলেন, ‘আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের বিষয়।’

আইপিএলে নাম নিবন্ধন না করার কারণও এদিন বলেন মুশফিক। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি প্রথমে নিলামেই যাইনি। আমি জানি যে, তারা নেবেই না। এজন্য শুধু শুধু নাম দিয়ে লাভ নেই। ‘তারপর তারা যখন অনুরোধ করেছে তখন দেখলাম কোনও একটা সুযোগ থাকতে পারে। কিন্তু হয় নাই।’

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, আইপিএল হলে হবে, না হলে নাই। এটা আমার কাছে খুব একটা ব্যাপার না। বাংলাদেশের হয়ে খেলার চাইতে গর্ব করার মতো কিছুই হতে পারে না। আইপিএল নিয়ে কখনোই খুব বেশি চিন্তা করিনি। তবে একটা আশা ছিল। কিন্তু লাইফ মুভস অন। এখন বিপিএলে খেলা, তো বিপিএলে আমি নজর দিতে চাই।

ভবিষ্যতে যদি আবারো আইপিএলের নিলামে নাম উঠার অনুরোধ বা সুযোগ আসে তখন কি করবেন মুশফিক। তিনি বলেন, ‘সেটা ভবিষ্যৎই বলে দিবে।’

আইপিএলের নিলামের সপ্তাহ খানেক আগে গুঞ্জন উঠে, নিলামে নাম রাখতে মুশফিককে অনুরোধ করে কোন এক ফ্র্যাঞ্চাইজি। কোন ফ্র্যাঞ্চাইজি ছিলো, সেটি জানতে চাওয়া হয়েছিলো মুশফিকের কাছে। তিনি বলেন, ‘আমি খুব বেশি কিছু জানি না। আমি আপনাদের মাধ্যমেই জেনেছি যে কারা হয়তো আগ্রহী আমার ব্যাপারে। তো ওভাবেই জানি। এর ভিতরে বা বাইরে আর কিছুই জানি না।’

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬