ইশতেহার প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি © টিডিসি সম্পাদিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইশতেহারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কাঠামো তৈরি করা হবে প্রতিশ্রুতি দিয়েছে দলটি। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে দলটির ইশেতেহার প্রকাশ করা হয়।
ইশতেহার অনুযায়ী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কাঠামো তৈরি করা হবে। এই কাঠামোর অধীনে ক্রেডিট প্রতি সর্বোচ্চ ফি নির্ধারণ, ফি এর পরিমাণ শিক্ষার কোয়ালিটি ইনডিকেটরের সাথে লিঙ্ক করা, ফি পরিশোধের ইন্সটলমেন্ট বৃদ্ধি, বাৎসরিক ফি বৃদ্ধির লিমিট, এবং কমপক্ষে ৫% শিক্ষার্থীকে মেধা ও পরিবারের আয়ের ভিত্তিতে বৃত্তির আওতায় নিয়ে আসা হবে।