হিরো আলমের সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী

১০ আগস্ট ২০২২, ১১:৩৬ PM
সুনেরাহ বিনতে কামাল ও আশরাফুল আলম (বাম থেকে)

সুনেরাহ বিনতে কামাল ও আশরাফুল আলম (বাম থেকে) © সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরা বিনতে কামালকে হিরো আলমের সঙ্গে দেখা গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমের আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দেশি লোক হিরো আলম।’

তবে নেটিজেন মধ্যে প্রশ্ন জেগেছে, কেন একসঙ্গে এই দু’জন? তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি সুনেরাহ।

তবে হিরো আলম বিষয়টি পরিষ্কার করলেন। বুধবার বিকালে তিনি জানান, ‘সুনেরাহ আমার দেশি লোক। আমাদের একই জেলায় বাড়ি। তার বাড়ি আদমদীঘি আর আমার বাড়ি বগুড়া সদরে। সুনেরাহ নিজেই আমার সঙ্গে ছবি তুলেছেন। বিষয়টি আমার ভালো লেগেছে। দেশি লোক হিসেবে তিনি আমার ছবি তুলেছেন।’

এদিকে সুনেরাহর সিনেমা দেখেছেন কিনা প্রশ্ন তিনি জানান, ‘হ্যাঁ আমি তো দেখছি। আর আমার তিনটা সিনেমার নাম তাকে বলেছি।’

আরও পড়ুন : অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরি, বেতন ২০০০০

হিরো আলমের সঙ্গে ছবি প্রসঙ্গে সুনেরা জানান, ‘আলম ভাইয়ের সঙ্গে একটি টেলিভিশনের অফিসে দেখা হয়েছিল। সেখানে কথা হয়েছে। বেশ ভালো ভালো কথা বললেন তিনি। আর আমাদের একই জেলায় বাড়ি, স্বাভাবিকভাবেই কথা হলো।’

সুনেরা বিনতে কামালের অভিষেক চলচ্চিত্র ন ডরাই (২০১৯)-এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু রবিবার
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬