মিস্টার জলিল, বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না

অঞ্জনা ও অনন্ত জলিল
অঞ্জনা ও অনন্ত জলিল  © টিডিসি ফটো

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ব্যবসায়ী-নায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। এই সিনেমা নিয়ে হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সিনেমাকে আন্তর্জাতিক মানের বলেও দাবি করেছেন তিনি। এগুলোকে বাড়াবাড়ি বলে ফেসবুকে উল্লেখ করেছেন অঞ্জনা। 

এই অভিনেত্রী স্ট্যাটাসে লেখেন, মিস্টার অনন্ত জলিল। আন্তর্জাতিক মানের সিনেমা, আন্তর্জাতিক মানের সিনেমা; আপনার এই ডায়ালগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি বিশেষ করে আমি অনেক বিরক্ত হয়েছি। আন্তর্জাতিক চলচ্চিত্র বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন? আপনি আবার বলেছেন এ দেশে এর আগে এ রকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোন শিল্পী এ রকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না?

তবে অনন্ত জলিলের এসব কথায় বিরক্ত হয়েছেন একসময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা। তার মতে, দেশের তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি আন্তর্জাতিক সিনেমায় কাজ করেছেন।

আরও পড়ুন: ২ লাখ জরিমানা দিচ্ছে সহজ, রনি কত পাবেন?

অঞ্জনা অনন্ত জলিলকে স্মরণ করিয়ে দেন, এর আগেও দেশে আন্তর্জাতিক মানের সিনেমা হয়েছে। সেগুলো ব্যবসাসফলও হয়েছে। সেগুলোর অভিনেত্রী স্বয়ং তিনি। এই প্রসঙ্গে তিনি ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন আরও লেখেন, ‘মিস্টার অনন্ত জলিল আপনি হয়তো জানেন না আজ থেকে প্রায় ৩০ বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসাসফল চলচ্চিত্রে আমি দাপটের সঙ্গে অভিনয় করেছি। সেখানে তুরস্ক, ইরাক, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, হংকংসহ পাকিস্তানের আরও নিজস্ব তিনটি ভাষা উর্দু, পাঞ্জাবি, পশতু ভাষার ব্যবসাসফল বহু চলচ্চিত্রে সুনামের সঙ্গে আমি অভিনয় করেছি।

বাংলাদেশ থেকে একমাত্র ববিতা আপা, আমি ও রোজিনা আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য কাজ করেছি। কিন্তু সর্বাধিক কাজ একমাত্র আমি করেছি।’ অঞ্জনা এ সময় তাঁর আন্তর্জাতিক মানের কাজগুলোর পোস্টার স্ট্যাটাসে ভাগাভাগি করে অনন্ত জলিলকে উদ্দেশ করে লেখেন, ‘আমি আমার অভিনীত আন্তর্জাতিক মাইলস্টোন ইন্টারন্যাশনাল চলচ্চিত্রের পোস্টারগুলো দিলাম, দেখে নিন। তাই কিছু বলার আগে একটু ভেবে নেবেন আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন।’

তবে ‘দিন-দ্য ডে’ সিনেমার জন্য অনন্ত জলিলকে সাধুবাদও জানিয়েছেন অঞ্জনা। তিনি লিখেছেন, ‘আমি আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই যে, চলচ্চিত্রের এই ক্রান্তিলগ্নে আপনি আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যতে আরো করবেন আশা করি। শুধু একটাই অনুরোধ থাকবে আপনার কাছে, এ দেশের চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস জেনে তারপর আপনি আপনার মতো মত প্রকাশ করবেন।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!