ললিতের সঙ্গে প্রেম-বিয়ে, ফেসবুকে জবাব দিলেন সুস্মিতা

১৫ জুলাই ২০২২, ০৮:০৬ PM

কেটে গিয়েছে প্রায় ১৪ ঘণ্টা । ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের প্রেম নিয়ে তোলপাড় বি-টাউন। প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে সম্পর্কের কথা সগর্বে ঘোষণা করেছেন প্রাক্তন আইপিএল কর্তা। এ প্রসঙ্গে সেন পরিবারের তরফ থেকে অভিনেত্রীর বাবা এবং ভাইয়ের প্রতিক্রিয়া পাওয়া গেলেও নীরব ছিলেন সুস্মিতা। অবশেষে মৌনতা ভাঙলেন।

দুই মেয়ে রেনে আর আলিশাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমি আনন্দে আছি। কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়, নিঃস্বার্থ ভালবাসায় আমি পরিবেষ্টিত। অনেক উত্তর দেওয়া হয়েছে। এ বার কাজে মন দেওয়া উচিত।’

১৪ জুলাই রাত থেকে চর্চায় ললিত-সুস্মিতার প্রেম। সুস্মিতা সেনের সঙ্গে একের পর এক ছবি। কখনও তার কাঁধে মাথা রেখে সুন্দরী। কখনও আবার বক্ষলগ্না। শুধু ছবি নয়, একে অপরের প্রেমে যে হাবুডুবু সে কথাও স্পষ্ট ললিতের টুইটে।

ললিত ঘোষণা করেন ‘নতুন জীবন’ শুরুর কথা। তিনি লিখলেন, ‘পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। দুর্দান্ত উপভোগ করছি।’

১৪ জুলাই রাত থেকে চর্চায় ললিত-সুস্মিতার প্রেম। সুস্মিতা সেনের সঙ্গে একের পর এক ছবি। কখনও তাঁর কাঁধে মাথা রেখে সুন্দরী। কখনও আবার বক্ষলগ্না। শুধু ছবি নয়, একে অপরের প্রেমে যে হাবুডুবু সে কথাও স্পষ্ট ললিতের টুইটে।

ললিত ঘোষণা করেন ‘নতুন জীবন’ শুরুর কথা। তিনি লিখলেন, ‘পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। দুর্দান্ত উপভোগ করছি।’

ললিত-সুস্মিতার প্রেমের চাকা ভবিষ্যতে কোন দিকে গড়ায়, তা অবশ্য সময়ই বলবে

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬