অনন্য মামুনকে কান ধরে উঠাবো বসাবো: অনন্ত জলিল

০৯ জুলাই ২০২২, ১১:৪৯ AM
অনন্ত জলিল ও অনন্য মামুন

অনন্ত জলিল ও অনন্য মামুন © ফাইল ছবি

বিতর্কিত পরিচালক অনন্য মামুনকে সামনে পেলে কান ধরে উঠ বস করানোর কথা বলেছেন চিত্রনায়ক ও গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল।

গতকাল বৃহস্পতিবার একটি টেলিভিশন টকশো তে অংশগ্রহণ করে প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন তিনি।

টেলিভিশন টকশোতে জলিল বলেছেন, অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি। ওর পরিচালক সমিতির সদস্য হওয়ার ফি এক লাখ ৬০ হাজার টাকা আমি দিয়েছি।

সমালোচনা যদি আমার সামনে কোনোদিন করে, আর আমার চোখে পড়ে ওকে (অনন্য মামুন) তো আমি কান ধরে উঠাবো বসাবো...। ওর এতবড় সাহস কোথা থেকে হলো। ওর কী যোগ্যতা আছে, অনন্ত জলিলের সমালোচনা করার মতো।

অনন্তের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় অনন্য মামুনের কোনো জবাব পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১২ সালে মোস্ট ওয়েলকাম সিনেমার মাধ্যমে পরিচালনায় নামে অনন্ত জলিল। এই ছবি পরিচালনার সুযোগ পেয়েছিলেন অনন্ত জলিলের মাধ্যমেই। এর পর আর তেকমন কোনো ব্যবসায় সফল ছবি বানাতে পারেননি তিনি।

সফল সিনেমা বানাতে না পারলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বরাবরই লাইমলাইনে ছিলেন তিনি। মানবপাচারের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিনয় করিয়ে পারিশ্রমিক না দেওয়া; এমনকি অনন্ত জলিলের সাথে বর্ষার সম্পর্কের বিভেদ তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এবারের ঈদের অনন্ত জলিলের দিন : দ্য ডে এবং অনন্য মামুনের সাইকো সিনেমাটি মুক্তি পাবে। অনন্তের ছবিটি নিয়ে বিরূপ মন্তব্য করেছেন অনন্য। তারই জবাবে অনন্য মামুনকে কান ধরে উঠানো বসানোর কথা বললেন অনন্ত জলিল।

ট্যাগ: বিনোদন
নেত্রকোনায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ থেকে ২৪ ঘণ্টা কম থাকবে গ্যাসের চাপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
ওয়াশরুমের কথা বলে পালালেন পুলিশ পাহারায় থাকা চিকিৎসাধীন আসা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬