নার্সিংয়ে পড়াশোনা করেও যে কারণে সেবিকা হননি সানি লিওন

অভিনেত্রী সানি লিওন
অভিনেত্রী সানি লিওন  © সংগৃহীত

সব মানুষের জীবনেই কিছু না কিছু গোপন অধ্যায় থাকে। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ‘নিষিদ্ধ’ অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়। আর হলিউড-বলিউড তারকাদের জীবনে তো এমন অভিজ্ঞতা অফুরান বলে মনে করে দর্শকমহল। বিশেষ করে সেই তারকা যদি বলিউড অভিনেত্রী সানি লিওনি হন, তবে তো কথাই নেই।

ভক্তরা মনে করেন, বলিপাড়ায় সবচেয়ে বেশি গোপন সম্ভার রয়েছে অভিনেত্রী সানি লিওনির জীবন-সিন্দুকে। ফাঁকফোকর গলে তার জীবনের লুকোনো তথ্য জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তেরা। তেমনই সানিও যেন চমক দিতেই থাকেন। তার ‘ডার্টি সিক্রেট’-এর ঝুলি ফুরনোর নয়!

এক সাক্ষাৎকারে অকপট ‘রাগিণী এমএমএস ২’-এর নায়িকা। জানালেন, জীবনের প্রথম চুম্বন ১১ বছর বয়সে। ১৬ বছর বয়সে স্কুলের এক বাস্কেট বল খেলোয়াড়ের শয্যাসঙ্গিনী হন সানি। সেই প্রথম শরীরের নিষিদ্ধ আস্বাদন। তবে তিনি যে নারী এবং পুরুষ উভয়কেই কামনা করেন, তা উপলব্ধি করেছিলেন ১৮ বছর বয়স নাগাদ।

যৌবনের প্রারম্ভে ‘উভচরী’ সানির প্রেমিকাদের সংখ্যাও কম ছিল না। তারপর যখন নার্সিংয়ের জন্য পড়াশোনা করছিলেন সানি, স্বপ্ন দেখছিলেন সেবিকা হওয়ার, পর্ন-ছবিতে অভিনয়ের প্রস্তাব এল। আর ব্যস্, বদলে গেল জীবন। যৌনতাকে সঙ্গী করেই তারকা হয়ে গেলেন সানি। 

বলিউডের অভিনয় জগতেও পা রাখলেন এক সময়। কোনও কিছুতেই যে তিনি কম নন, বারবার প্রমাণ দিয়েছেন। বর্তমানে স্বামী এবং দুই পুত্র নিয়ে সুখে সংসার করছেন বলিউডের এই তারকা। একাধিক প্রসাধনী ব্র্যান্ডের কর্ণধার তিনি। ফ্যাশনেরও মুখ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence