জাবি শিক্ষক সানিয়াতের প্রথম একক গান ‘বন্ধু’

১৮ মার্চ ২০২২, ০৪:১৩ PM
সানিয়াত সাত্তার

সানিয়াত সাত্তার © সংগৃহীত

প্রকাশিত হল জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সানিয়াত সাত্তার এর প্রথম বাংলা একক গান ‘বন্ধু’। গান বাক্স মিউজিক এর ব্যানারে প্রকাশিত এই গানের কথা লিখেছেন নূর সিদ্দিকী। গানে সুর ও কণ্ঠ দিয়েছেন সানিয়াত নিজে। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত এই গানটি একযোগে আইটিউন্স, অ্যামাজন মিউজিক, স্পটিফাই সহ বিশ্বের ২৬০ টিরও বেশি অনলাইন ডিজিটাল প্লাটফর্মে প্রকাশিত হয়েছে।

গানের রচয়িতা নূর সিদ্দিকী বলেন, সানিয়াত ভাই আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের বড় ভাই। ক্যাম্পাস জীবনে যদিও কথা হয়নি খুব একটা। তবে আমরা একই হলের ছাত্র ছিলাম। ভাই ছিলেন খুব চুপচাপ স্বভাবের। সানিয়াত ভাই ছাত্রত্ব শেষ করেই বিভাগে যোগদেন। উচ্চ শিক্ষার জন্য ভীনদেশেও চলে যান। ফলে দূরত্বও বাড়ে। সময় তাকে অধ্যাপকও বানিয়েছে। কিন্তু তিনি যে সঙ্গীত নিয়ে কাজ করেন তা জানতাম না। সম্প্রতি আমাকে গান লেখার ভূতে ধরেছে। ‘বন্ধু’ নামে একটি গান লিখে সেটা সানিয়াত ভাই কে দেই সুর আর কণ্ঠ দেয়ার জন্য। ভাই অসাধারণ কাজ করেছেন। অশেষ কৃতজ্ঞতা তাকে।

আরও পড়ুন: জেলেনস্কিকে কিশোরী বললো ‘আপনি তো জনপ্রিয় টিকটক তারকা’

নতুন এই একক গান নিয়ে সানিয়াত বলেন, এটা আমার প্রথম বাংলা সিঙ্গেল, তাই এই গান নিয়ে আবেগ ও উচ্ছ্বাস অনেক। গানটি বেশ এক্সপেরিমেন্টাল যেখানে আমি আফ্রো-বিট, বাংলা পল্লিগীতি, ও পশ্চিমা হিপহপ এর সংযোগ ঘটিয়েছি। নূরের লেখা এই গানে চিরায়ত বন্ধুত্বের মিষ্টি ব্যাপারগুলো প্রকাশিত হয়েছে, আর তাই আমিও চেষ্টা করেছি গানটিতে আনন্দের আবহ তৈরি করতে। আশা করি গানটি সবার ভাল লাগবে।

এর আগে সানিয়াতের ইংরেজি ভাষার একটি অ্যালবাম ও চারটি একক গান (সিঙ্গেল) প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, ‘বন্ধু’ সিঙ্গেলটি প্রকাশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই স্পটিফাই এ ৬টি প্লেলিস্টে স্থান পায়।

ট্যাগ: জাবি
সিরাজগঞ্জ–৪ আসনের প্রার্থীকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াতের
  • ২৪ জানুয়ারি ২০২৬
রিল বিজয়ীদের সঙ্গে আড্ডায় তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না
  • ২৪ জানুয়ারি ২০২৬
কেউ খোঁচা দিলে খোঁচা ফিরিয়ে দেওয়া ওয়াজিব: জামায়াত আমির 
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, আবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসে এগিয়ে ‘এ-২’ শিফট
  • ২৪ জানুয়ারি ২০২৬