বই লিখলেন তাহসান, প্রকাশ হবে বইমেলায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৮:১৯ AM , আপডেট: ২১ জানুয়ারি ২০২১, ০৮:১৯ AM
নতুন পরিচয় নিয়ে হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় গায়ক, সুরকার তাহসান রহমান খান। তিনি মডেল হয়েও কিছু বিজ্ঞাপনে প্রশংসিত হন। এরপর বনে যান নিয়মিত অভিনেতা। অভিনয় করেছেন গান, নাটক ও সিনেমায়। এবার তিনি আত্মপ্রকাশ করছেন লেখক হিসেবে।
তাহসান জানিয়েছেন, প্রথমবারের মতো বই লিখেছেন। নাম ‘অনুভূতির অভিধান’। আসছে বইমেলায় এটি অধ্যায়ন প্রকাশনী থেকে বের হবে।
প্রথমবার বই লেখা নিয়ে তাহসান বলেন, অন্যরকম একটা অনুভূতি অবশ্যই। নিজের লেখা প্রথম বই। আবেগটা দারুণ। ২০-২৫টি গল্প নিয়ে বইটি তৈরি করা। আশা করছি পাঠক পড়ে আরাম পাবেন।
তিনি বলেন, মানুষের জীবনে বেড়ে ওঠার সময়ে অনেক কিছুই শেখা হয়। আমার মনে হয় আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা জিনিসই কম শিখছি, সেটা হচ্ছে অনুভূতি কীভাবে ধারণ করতে হয়; সেটাকে কীভাবে প্রক্ষেপণ করতে হয়, অনুভূতির চরাই উৎরাই কীভাবে পার করতে হয় সেটা। এটা আমরা শিখি না। কারণ স্কুল-কলেজে এটা শেখানো হয় না, পরিবারেও খুব একটা হয় না।
নিজের বইয়ের ধরন উল্লেখ করে তাহসান বলেন, আমার বইটা হচ্ছে একটা ‘কনভার্সেশন স্টার্টার’; যেন কথার শুরু হয়। আমি বলবো না যে এভাবেই শুরু করতে হবে। আমি আমার গল্পের মাধ্যমে বলতে চাই যে, এভাবে শুরুটা হতে পারে’- যোগ করেন এই গায়ক-অভিনেতা।