১১তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ মে ২০১৯, ০৯:৩১ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২০, ০৮:২১ PM
ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি (ডিইউএফএস) জাতিসংঘ হাইকমিশনারের সাথে যৌথভাবে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে। উৎসবটি শরণার্থীদের জন্য করতে যাচ্ছে বলে জানা গেছে। এবারের উৎসবের শিরোনাম ‘টেক ইয়োর ক্যামেরা, ফ্রেম ইয়োর ড্রিম’। বিশ্ববিদ্যালয়ের তরুণ নির্মাতাদের অনুপ্রাণিত করাই তাদের মূল লক্ষ্য।
২০০৭ সালে আন্তর্জাতিক আন্তঃ-বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটির যাত্রা শুরু হয়। তরুণ প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে তারা।
আন্তর্জাতিক আন্তঃ-বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারীদের নিম্নোক্ত ক্যাটাগরিতে নিজেদের চলচ্চিত্রটি জমা দিতে হবে:
- প্রতিযোগিতা
- প্যানোরোমা
- শরণার্থীদের উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
মিডিয়া ও জনসাধারণের বক্তৃতায় অনেকসময় ‘শরণার্থী’ এবং ‘অভিবাসী’ শব্দ দুটি একত্রিতভাবে ব্যবহৃত হয়ে থাকে। তবে তাদের অর্থের যথেষ্ট পার্থক্য রয়েছে। অভিবাসীরা নিজের ইচ্ছায় অন্য দেশে চলে যায় প্রধানত কাজের সন্ধানে বা শিক্ষা ইত্যাদি কারণে কিন্তু শরণার্থীদের অন্য দেশে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হয়।
এই বিভাগে সারা বিশ্ব জুড়ে শরণার্থী সংকট সমন্বিত ছোট চলচ্চিত্রগুলোকে স্বাগতম জানানো হচ্ছে এবং সর্বাধিক দৈর্ঘ্য ১৫ মিনিট।
১১ তম আন্তর্জাতিক আন্তঃ-বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘ওয়ান মিনিট শর্টস’ শীর্ষক একটি নতুন বিভাগ শুরু করা হয়েছে যার দৈর্ঘ্য ৬০ সেকেন্ড।
স্থান: বাংলাদেশ
সুযোগ সুবিধাসমূহ:
বিজয়ীরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাবে।
আবেদনের যোগ্যতা:
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যয়নরত এবং গত দুই বছরের মধ্যে স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। জমা দেওয়া চলচ্চিত্রটি সাধারণ আইন বা অধিকার লঙ্ঘন করবে না অথবা কোনো ব্যক্তির অধিকার লঙ্ঘন করবে না। পূর্বে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের কোনও সংস্করণে জমা দেয়া চলচ্চিত্রগুলো জমাযোগ্য হবেনা। ছবির বিষয়ে কোন সীমাবদ্ধতা নেই।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: তরুণ চলচ্চিত্র নির্মাতা
আবেদন পদ্ধতি
কয়েকভাবে আবেদন করা যাবে
উপযুক্ত অংশগ্রহণকারীরা গুগোল ড্রাইভ লিঙ্কে তাদের কল্পিত শর্ট-ডকু, সাক্ষাত্কারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো আপলোড করার মাধ্যমে জমা দিতে হবে।
লিঙ্কঃ filmfreeway.com/11thInternationalInterUniversityShortFilmFestival
গুগল রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে যোগ্য অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করতে পারবে।
লিঙ্কঃ https://goo.gl/forms/2b7R25Z2pn7TpZsC3
যোগ্য প্রার্থীরা সিডি বা ডিভিডি এর মাধ্যমে তাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নীচের ঠিকানায় জমা দিতে পারবে এবং সকল তথ্যসহ ২টি হার্ড কপি সরবরাহ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: মে ৩১, ২০১৯ (১০ দিন বাকি)