সোশ্যাল মিডিয়াতে আলোচনায় এরদোগান-ওজিলের ইফতার

২০ মে ২০১৯, ০৫:২১ PM

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের ইফতার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন মিড়িয়ায় চলছে আলোচনা-সমালোচনা। শনিবার ইস্তানবুলে ইফতার করেন তারা। এসময় ওজিলের বাগদত্তা এমিনে গুলসেও উপস্থিত ছিলেন।  ইফতারের সময় তাদেরকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

গতবছর বর্ণবৈষম্য ও অসম্মানের অভিযোগ এনে জার্মান জাতীয় ফুটবল দল থেকে সরে দাঁড়িয়েছেন ওজিল। অভিযোগ রয়েছে, এর নেপথ্যেও ছিলেন এরদোগান। রাশিয়া বিশ্বকাপের আগে তুরস্ক প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ওজিল। পরে এর একটি ভিডিও ক্লিপ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। তাতে দেখা যায়, এরদোগানকে আর্সেনালের জার্সি উপহার দিচ্ছেন এ মিডফিল্ডার।

বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি জার্মানরা। ডানপন্থী রাজনীতির কারণে এরদোগানের ভাবমূর্তি নিয়ে পশ্চিমাবিশ্বে প্রশ্ন আছে। এমন একজনের সঙ্গে ছবি তোলায় জার্মানদের মূল্যবোধ নষ্টের অভিযোগ তোলা হয় ওজিলের বিরুদ্ধে। তবু তাকে বিশ্বকাপের দলে রাখেন কোচ জোয়াকিম লো।

বিপত্তিটি বাধে প্রথম রাউন্ড থেকে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বিদায় নিলে। ব্যর্থতার দায় এসে পড়ে ওজিলের কাঁধে। ফলে উগ্র সমর্থকদের কাছ থেকে ঘৃণিত বার্তা হতে শুরু করে মৃত্যুর হুমকিও পান তিনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে জাতীয় দল থেকে অবসর নেন ২৯ বছরের মিডফিল্ডার।

এদিকে দীর্ঘদিনের বান্ধবী গুলসের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন ওজিল। বহুল প্রতীক্ষিত এ বিয়েতে অতিথি হিসেবেও দেখা যেতে পারে এরদোগানকে। ইতিমধ্যে তুর্কি প্রেসিডেন্টের হাতে বিয়ের নিমন্ত্রণপত্র তুলে দিয়েছেন ওজিল ও গুলসে। সবাই তুরস্কে ব্যাপক জনপ্রিয়। সেই ছবি নিয়েও সমালোচনা হয়।

ওজিল জার্মানির হয়ে খেললেও জাতিতে তুর্কি। তার হবু স্ত্রীও তুর্কি বংশোদ্ভূত। পেশায় মডেল ও অভিনেত্রী গুলসে অবশ্য সুইডেনের নাগরিক।

 

গাইবান্ধায় জামায়াতসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষার চাপ থেকে ডাকসুর পটপরিবর্তন: ঢাকা বিশ্ববিদ্যা…
  • ০২ জানুয়ারি ২০২৬
১০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী আটক
  • ০২ জানুয়ারি ২০২৬
স্বাক্ষর জাল করায় বিএনপি নেতার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা
  • ০২ জানুয়ারি ২০২৬
নামাজের ইমামতি করে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা আমান
  • ০২ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরির চলমান সব বিজ্ঞপ্তি, ডেডলাইন অনুযায়ী (০২ জানুয়…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!