খোঁজ মিলেছে অভিনেত্রী হিমির নানার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার নানা রহমত উল্লাহ খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। অবশেষে তার নানার খোঁজ মিলেছে।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গেছে। সবাইকে ধন্যবাদ জানাই সাহায্য করার জন্য।’
এ সময় বিশেষ একজনকে হিমি ধন্যবাদ জানিয়েছেন। কেননা, ওই ব্যক্তির কারণে নানাকে খুঁজে পেয়েছেন তিনি।
গতকাল সোমবার মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়ে যান হিমির নানা। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে হিমি লিখেছিলেন, ‘হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি।’
এদিকে হিমির সহকর্মীদের অনেকেই অভিনেত্রীর হারানো বিজ্ঞপ্তির পোস্ট শেয়ার করেছিলেন। শুভানুধ্যায়ীরাও দুঃখ প্রকাশের পাশাপাশি তার সুস্থাবস্থায় ফেরা কামনা করছিলেন।